Book Title: Uttaradhyayan Sutra Part 01 Bengali
Author(s): Calcutta Vishvavidyalay
Publisher: Calcutta Vishvavidyalay
View full book text
________________
উত্তরাধ্যয়ন সূত্র
( পুরলোকে ) ণিসেসং ( নিঃশ্রেয়স = কল্যাণকারী ) ন তু ভবিস্স্সঈ (নিশ্চয়ই হইবে না ) ৷৷১৯৷৷
যদি আমার জন্য এই সমস্ত প্রাণিগণকে বধ করা হয় তবে তাহা নিশ্চয়ই পরলোকে আমার কল্যাণজনক হইবে না ॥১৯৷৷
-4-40
সো কুংডলাণ জুয়লং, সুত্তগং চ মহাজমো । আভরণাণি য় সব্বাণি, সারহিস্স পণামত্ৰ' ॥২০॥
সো ( সেই ) মহাজসো ( মহাযশস্বী ) ( নেমিকুমার ) কুংডলাণ জুয়ল ( কুণ্ডলযুগল ) চ ( ও ) সুত্তগং ( সূত্রক=কটিসূত্র ) য় ( ও অন্যান্য ) সব্বাণি (সমস্ত ) আভরণাণি ( আভরণ ) সারহিস ( সারথিকে ) পণামএ ( অৰ্পণ করিলেন ) ॥২০॥
( উক্তরূপ চিন্তা করিয়া আবদ্ধ প্রাণিগণকে সারথির দ্বারা মুক্ত করাইয়া ) সেই মহাযশস্বী নেমিকুমার কুণ্ডলযুগল, কটিসূত্র ও অন্যান্য সমস্ত আভরণ শরীর হইতে উন্মোচনপূর্বক সারথিকে অর্পণ করিলেন ॥২০॥
মণপরিণামো য় কও, দেবা য় জহোইয়ং সমোইন্না ৷ সব্বিটীই সপরিসা, ণিমণং তস কাউং জে ॥২১৷
. ( নেমিকুমারের দ্বারা দীক্ষা গ্রহণ করিবার ) মণপরিণামো ( মনঃপরিণাম= মনের অভিপ্রায় ) কও ( ক্বত ) ( হইলে ) তস ( তাঁহার = নেমিকুমারের ) ণিমণং ( নিষ্ক্রামণ=দীক্ষা, দীক্ষামহোৎসব ) কাউং ( করিবার জন্য ) সব্বিটীই ( সমস্ত ঋদ্ধির সহিত=সমস্তপ্রকার আড়ম্বরের সহিত ) সপরিসা (সপারিষদ্= সমস্ত অমাত্যানুচরগণের সহিত ) দেবা ( দেবগণ ) জহোইয়ং (যথোচিত=নিয়মানুযায়ী ) সমোইগ্গা ( সমবতীর্ণ = দেবলোক হইতে আগমন করিল ) ॥২১॥
নেমিকুমার দীক্ষাগ্রহণ করিবার অভিপ্রায় স্থির করিলে তাঁহার দীক্ষামহোৎসব করিবার জন্য দেবগণ দেবলোক হইতে সমস্তপ্রকার আড়ম্বর ও অনুচরাদির সহিত নিয়মানুযায়ী আগমন করিল ।
১। ‘পণামঈ' টীকা ৩
২। তীর্থঙ্করের জন্ম, দীক্ষা, কেবলজ্ঞান ও নির্বাণের সময় দেবগণ আগমন করিয়। উৎসব করেন, এইরূপ নিয়ম আছে।
৩। ‘সব্বড চীএ’ টীকা ১ ।

Page Navigation
1 ... 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482