Book Title: Uttaradhyayan Sutra Part 01 Bengali
Author(s): Calcutta Vishvavidyalay
Publisher: Calcutta Vishvavidyalay

View full book text
Previous | Next

Page 440
________________ কেশীগৌতমীয় (সতত ) সিংচামি ( সেচন করিতেছি ) ( তজ্জন্য তাহারা ) সিত্তা ( সিক্ত ) ( হইয়া ) মে ( আমাকে ) নো ব ডহংতি ( দগ্ধ করে না ) ॥৫১॥ (গৌতম উত্তর করিলেন ) মহামেঘ প্রসূত নদী হইতে সমস্ত জলের মধ্যে উত্তম এইরূপ জল গ্রহণ করিয়া সতত অগ্নিসকলকে সিঞ্চন করিতেছি তজ্জন্য তাহারা সিক্ত হইয়া আমাকে দগ্ধ করে না ৷ ৫১ ॥ অগ্‌গী য় ইই কে বুত্তে, কেসী গোয়মমব্ববী । তও কেসিং বুবংতং তু, গোয়মো ইণমব্ববী ॥৫২॥ ( শব্দার্থ পূর্ববৎ ) কেশীমুনি গৌতমকে বলিলেন, ‘এই অগ্নিসকল কাহাকে বলা হয় ?” কেশী এরূপ বলিলে তখন গৌতম উত্তর করিলেন ॥৫২|| কসায়া অগিণো বুত্তা, সুয়সীলতবো জলং । সুয়ধারাভিহয়া সংতা, ভিন্না' হু ন ডহংতি মে ॥৫৩৷৷ 823 ( হে কেশীমুনি ) কসায়া ( কষায় সকল = ক্রোধ, মান, মায়াও লোভরূপ চারিপ্রকার কষায় ) অগিণো ( অগ্নিসকল ) ( বলিয়া ) বুত্তা (কথিত হইয়াছে ) সুয়সীলতবো ( শ্রুতশীলতপ অর্থাৎ শ্রুত=শাস্ত্রোক্ত উপদেশ, শীল = পঞ্চমহাব্রতের আচরণ, তপ=তপস্যা ) জলং ( জল = তীর্থঙ্কররূপ মহামেঘের উপদেশ হইতে উৎপন্ন আগম শাস্ত্ররূপ নদীর জল ) ( বলিয়া কথিত ) ( কষায় রূপ অগ্নিসকল ) সুয়ধারাভিহয়া সংতা ( শ্রুতধারাভিহতা = আগম শাস্ত্রের উপদেশরূপ জলের ধারার দ্বারা অভিহত হইয়৷ ) ভিন্না ( ভিন্ন = নির্বাপিত ) ( হইয়াছে ) ( তজ্জন্য ) হু ( নিশ্চয়ই ) মে ( আমাকে ) ন ডহংতি ( দগ্ধ করে না ) ||৫৩|| হে কেশীমুনি, ক্রোধ, মান, মায়া ও লোভ রূপ কষায়ই অগ্নি বলিয়া কথিত। শাস্ত্ৰোপদেশ, মহাব্রতাচরণ ও তপস্যাই তীর্থঙ্কররূপ মহামেঘের উপদেশের দ্বারা উৎপন্ন আগমশাস্ত্ররূপ নদীর জল বলিয়া উক্ত হইয়াছে । আগমশাস্ত্রের উপদেশরূপ জলের ধারার দ্বারা অভিহিত হইয়৷ কষায়রূপ অগ্নিসকল নির্বাপিত হইয়াছে, তজ্জন্য আমাকে নিশ্চয়ই দগ্ধ করে না ॥৫৩॥ ১। “ভিন্নাবিধ্যাপিতাঃ” টীকা ১ ।

Loading...

Page Navigation
1 ... 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482