________________
কেশীগৌতমীয়
(সতত ) সিংচামি ( সেচন করিতেছি ) ( তজ্জন্য তাহারা ) সিত্তা ( সিক্ত ) ( হইয়া ) মে ( আমাকে ) নো ব ডহংতি ( দগ্ধ করে না ) ॥৫১॥
(গৌতম উত্তর করিলেন ) মহামেঘ প্রসূত নদী হইতে সমস্ত জলের মধ্যে উত্তম এইরূপ জল গ্রহণ করিয়া সতত অগ্নিসকলকে সিঞ্চন করিতেছি তজ্জন্য তাহারা সিক্ত হইয়া আমাকে দগ্ধ করে না ৷ ৫১ ॥
অগ্গী য় ইই কে বুত্তে, কেসী গোয়মমব্ববী । তও কেসিং বুবংতং তু, গোয়মো ইণমব্ববী ॥৫২॥
( শব্দার্থ পূর্ববৎ )
কেশীমুনি গৌতমকে বলিলেন, ‘এই অগ্নিসকল কাহাকে বলা হয় ?” কেশী এরূপ বলিলে তখন গৌতম উত্তর করিলেন ॥৫২||
কসায়া অগিণো বুত্তা, সুয়সীলতবো জলং । সুয়ধারাভিহয়া সংতা, ভিন্না' হু ন ডহংতি মে ॥৫৩৷৷
823
( হে কেশীমুনি ) কসায়া ( কষায় সকল = ক্রোধ, মান, মায়াও লোভরূপ চারিপ্রকার কষায় ) অগিণো ( অগ্নিসকল ) ( বলিয়া ) বুত্তা (কথিত হইয়াছে ) সুয়সীলতবো ( শ্রুতশীলতপ অর্থাৎ শ্রুত=শাস্ত্রোক্ত উপদেশ, শীল = পঞ্চমহাব্রতের আচরণ, তপ=তপস্যা ) জলং ( জল = তীর্থঙ্কররূপ মহামেঘের উপদেশ হইতে উৎপন্ন আগম শাস্ত্ররূপ নদীর জল ) ( বলিয়া কথিত ) ( কষায় রূপ অগ্নিসকল ) সুয়ধারাভিহয়া সংতা ( শ্রুতধারাভিহতা = আগম শাস্ত্রের উপদেশরূপ জলের ধারার দ্বারা অভিহত হইয়৷ ) ভিন্না ( ভিন্ন = নির্বাপিত ) ( হইয়াছে ) ( তজ্জন্য ) হু ( নিশ্চয়ই ) মে ( আমাকে ) ন ডহংতি ( দগ্ধ করে না ) ||৫৩||
হে কেশীমুনি, ক্রোধ, মান, মায়া ও লোভ রূপ কষায়ই অগ্নি বলিয়া কথিত। শাস্ত্ৰোপদেশ, মহাব্রতাচরণ ও তপস্যাই তীর্থঙ্কররূপ মহামেঘের উপদেশের দ্বারা উৎপন্ন আগমশাস্ত্ররূপ নদীর জল বলিয়া উক্ত হইয়াছে । আগমশাস্ত্রের উপদেশরূপ জলের ধারার দ্বারা অভিহিত হইয়৷ কষায়রূপ অগ্নিসকল নির্বাপিত হইয়াছে, তজ্জন্য আমাকে নিশ্চয়ই দগ্ধ করে না ॥৫৩॥
১। “ভিন্নাবিধ্যাপিতাঃ” টীকা ১ ।