________________
উত্তরাধ্যয়ন সূত্র
গৌতম বলিলেন, ‘হে মহামুনি ভীষণ ও ভীষণ ফল প্রদানকারী সংসারের সুখভোগের তৃষ্ণাকেই লতা বলা হইয়াছে । তাহাকে যথাশাস্ত্র উচ্ছিন্ন করিয়া আমি বিহার করিতেছি' ॥৪৮||
822
সাহু গোয়ম পদ্মা তে, ছিন্নো মে সংসও ইমো ৷ অগ্নোবি সংসও মগ্নং, তং মে কহস্থ গোয়মা ॥৪৯৷৷
( শব্দার্থ পূর্ববৎ )
হে গৌতম, আপনার প্রজ্ঞ৷ উত্তম। আমার এই সংশয় ছিন্ন হইল । হে গৌতম, আমার অন্য সংশয়ও আছে, তাহার উত্তর বলুন ॥৪৯॥
সংপজ্জলিয়া ঘোরা, অগী চিঠই গোয়মা ।
জে ডহংতি সরীরখা', কহং বিবিয়া তুমে ॥ ৫০ |
গোয়মা ( হে গৌতম ) সংপজ্জলিয়া ( সম্প্রজ্বলিত=যাহা চতুর্দিকে প্রজ্বলিত হইয়া আছে ) ঘোরা ( ঘোর=ভীষণ ) অগ্গী ( অগ্নিসকল ) চিই ( আছে ) জে ( যাহা ) সরীরখা ( শরীরস্থকে = শরীরের অভ্যন্তরে স্থিত জীবকে, শরীরধারী জীবগণকে ) ডহংতি ( দগ্ধ করিতেছে ) তুমে ( আপনার দ্বারা ) ( তাহা ) কহং ( কি প্রকারে) বিষ্ফাবিয়া ( বিধ্যাপিত=নির্বাপিত ) ( হইয়াছে ) ॥৫॥
হে গৌতম, অত্যন্ত প্রজ্বলিত, ভীষণ অগ্নিসকল আছে যাহা শরীরধারী জীবগণকে দগ্ধ করিতেছে। আপনি কি প্রকারে তাহাদিগকে নির্বাপিত করিয়াছেন ? || ৫০ |
মহামেহগ্গসূয়াও`, গিঋ বারি জলুত্তমং ।
সিংচামি সয়য়ং তে উ, সিত্তা নো ব ডহংতি মে ॥৫১৷
মহামেহপ্পসুয়াও ( মহামেঘ প্রস্তুত হইতে = মহামেঘ হইতে উৎপন্ন নদী হইতে) জলুত্তমং (জেলোত্তম= জলের মধ্যে উত্তম অর্থাৎ শ্রেষ্ঠ ) বারি (বারি = জল ) গিা ( গ্রহণ করিয়া ) তে ( তাহাদিগকে=অগ্নিসমূহকে ) সয়য়ং
১। “শরীরস্থান অর্থাৎ প্রাণিনো জীবান্” টীকা ১ ।
২। ‘মহামেহপ্পভূয়াও’ টীকা ১। “মহামেঘাৎপ্রসূতমুৎপন্নং মহামেঘপ্রসূতং তস্মান্মহাস্রোতস ইতিগম্যম্” টীকা ২।