________________
কেশীগৌতমীয়
৪২১ | হে গৌতম, হৃদয়ের মধ্যে উৎপন্ন লতা আছে যাহাতে বিষফল ফলে। সেই লতাকে আপনি কি করিয়া উৎপাটিত করিয়াছেন ॥৪৫।
তং লয়ং সব্বসসা ছিত্তা, উদ্ধরিত্তা সমূলিয়ং।
বিহরামি অহাণায়ং, মুক্তো মি বিসভখণং ॥৪৬|| (গৌতম উত্তর করিলেন) তং লয়ং (সেই লতাকে) সব্বসসা ( সর্ব প্রকারে ) ছিত্তা (ছেদন করিয়া) (ও) সমূলিয়ং ( সমূলিক = মূলের সহিত, সমূলে ) উদ্ধরিত্তা ( উৎপাটন করিয়া) জহাণায়ং ( যথাশাস্ত্র) বিহরামি (বিচরণ করি) ( তজ্জন্য ) বিসভখণং ( বিষভক্ষণ হইতে) মুকোমি ( মুক্ত হইয়াছি) ৪৬ | গৌতম বলিলেন, হে কেশীমুনি, আমি সেই লতাকে সর্বপ্রকারে ছিন্ন করিয়া ও সমূলে উৎপাটিত করিয়া যথাশাস্ত্র বিচরণ করি এবং তজ্জন্য বিষভক্ষণ হইতে মুক্ত হইয়াছি ॥৪৬||
লয়া য় ইই কা বুত্তা, কেসী গােয়মমব্ববী।
তও কেসীং বুবংতং তু, গােয়মমা ইণমব্ববী ॥৪৭) ( শব্দার্থ পূর্ববৎ ) | কেশীমুনি গৌতমকে বলিলেন, “এই লতা কাহাকে বলে ? কেশী এইরূপ বলিলে গৌতম এইরূপ উত্তর করিলেন ॥৪৭
ভবতা লয়া বৃত্তা, ভীমা ভীমফলােদয়া।
তমুচ্ছিত্ত, * জহাণায়ং, বিহরামি মহামুণী ॥৪৮|| মহামুণী (হে মহামুনি ) ভীমা ( ভীমা=ভয়প্রদা, ভীষণা) ভীমফলােদয়া (ভীমফলােদয়া =যাহার উদয় অর্থাৎ বিপাক অত্যন্ত কষ্টদায়ক, কষ্টদায়ক ফলপ্রদানকারিণী) ভবতা (ভবতৃষ্ণা=সংসারের তৃষ্ণা, সংসারে সুখভােগ করিবার স্পৃহা) লয়া (লতা) বুত্তা (কথিত হইয়াছে) তং (তাহাকে) জহাণায়ং ( যথা শাস্ত্র ) উচ্ছিত্ত, ( উচ্ছেদন করিয়া) বিহরামি (বিহার করিতেছি) ॥৪৮||
১। “বিসভখণা” টীকা ১। ২। কেসিমেবং’ টীকা ৩। ৩। “ভব: সংসারস্তস্মিংস্তৃষ্ণা লােভাত্মিকা” টীকা ২।