SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 437
Loading...
Download File
Download File
Page Text
________________ ৪২০ উত্তরাধ্যয়ন সুত্র পাসা (পাশ=বন্ধন ), অন্যান্য পূর্ববৎ। | কেশীকুমার গৌতমকে বলিলেন, ‘পাশ অর্থাৎ বন্ধন কাহাকে বলে? কেশীমুনি এইরূপ বলিলে গৌতম উত্তর করিলেন ॥৪২৷৷ রাগদ্দেসাদও তিব্ব, ণেহ পাসা ভয়ংকরা। | ছিংদিত্ত, জহাণায়ং, বিহরামি জহমং ॥৪৩ (গৌতম উত্তর করিলেন । তিব্ব ( তীব্র ) রাগদ্দেসাদও (রাগন্বেষাদি = রাগ, দ্বেষ ও মােহাদি) (ও) ণেহ (স্নেহ ) ভয়ংকরা (ভয়ঙ্কর) পাস। ( পাশ = বন্ধন) তে (তাহাদিগকে) জহাণায়ং (শাস্ত্ৰনিয়মানুযায়ী) ছিংদিত্ত, (ছিন্ন করিয়া) জহমং ( যথাক্রম=সাধুর আচারানুযায়ী ) বিহরামি (বিহার করিতেছি) ॥৪৩ গৌতম বলিলেন, তীব্র রাগ, দ্বেষ, মােহ প্রভৃতি ও স্নেহই ভয়ঙ্কর পাশ। তাহাদিগকে যথাশাস্ত্র ছেদন করিয়া সাধুর আচারানুযায়ী বিহার করিতেছি ॥৪৩ সাহু গােয়ম পন্না তে, ছিন্নো মে সংসও ইমাে। অন্নো বি সংসও মঙ্খং, তং মে কহসু গােয়মা ৪৪) ( শব্দার্থ পূর্ববৎ ) । | হে গৌতম, আপনার প্রজ্ঞা উত্তম। আমার এই সংশয় দূরীভূত হইল। আমার আরও সংশয় আছে তাহার উত্তর করুন ॥ ৪৪। অংতােহিয়য়সংভূয়া, লয়া চিঠই গােয়মা। ফলেই বিসভখীণি, সা উ উদ্ধরিয়া কহং ॥৪৫|| গােয়মা (হে গৌতম) অংতােহিয়য়সংভূয়া ( অন্তহৃদয়সস্তৃত =হৃদয়ের মনের মধ্যে উৎপন্ন ) লয়া (লতা) চিঠই ( আছে) (যাহা) বিসখীণি (বিষভক্ষ্য =যাহা ভক্ষণ করিলে বিষের ন্যায় প্রাণ হরণ করে, বিষফল ) ফলেই ( ফলে =ফলপ্রদান করে ) সা (সেই =সেই লতা) কহং (কি প্রকারে ) ( আপনার দ্বারা) উদ্ধরিয়া ( উদ্ধৃত হইয়াছে =উৎপাটিত হইয়াছে) ॥৪৫। ১। রাগদ্দোসইও’ টীকা ১। ২। “হৃদয়স্তান্তরন্তহৃদয়ং মনস্তত্র সস্তৃতা” টীকা ২। ৩। “উদ্ধতােৎপাটিতা” টীকা ২।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy