________________
কেশীগগৗতমীয়
৪১৯ ( শব্দার্থ পূর্ববৎ )।
কেশীমুনি বলিলেন, হে গৌতম, আপনার প্রজ্ঞা উত্তম। আমার এই সন্দেহ দূরীভূত হইল। আমার আরও সংশয় আছে, হে গৌতম, তাহার উত্তর করুন ॥৩৯||
দীসংতি বহবে লােএ, পাসবদ্ধা সরীরিণে।
মুক্তৃপাসাে লহুত্তও, কহং তং বিহরসী মুণী ॥৪ •|| (কেশীমুনি বলিলেন) মুণী (হে মুনি=হে গৌতম মুনি) লোএ (লােকে= সংসারে ) বহবে (বহু ) সরীরিণাে ( শরীরী = প্রাণিগণ ) পাসবদ্ধ। ( পাশবদ্ধ ) দীসংতি (দেখা যাইতেছে ) তং (আপনি) কহং ( কি প্রকারে ) মুক্তপাসস ( মুক্তপাশ = পাশ হইতে মুক্ত ) লহু,ও (লঘুভূত = বায়ুর ন্যায় অপ্রতিবদ্ধ ) ( হইয়া) বিহরসী ( বিচরণ করিতেছেন ) ॥৪০ |||
কেশীমুনি বলিলেন, হে গৌতম মুনি, সংসারে বহু প্রাণিগণ পাশ বদ্ধ হইয়া আছে এইরূপ দেখা যাইতেছে কিন্তু আপনি কি প্রকারে মুক্তপাশ ও বায়ুর ন্যায় অপ্রতিবদ্ধ হইয়া বিহার করিতেছেন ॥৪০ |
তে পাসে সব্বসসা ছিত্তা, ণিহংতৃণ উবায়ও।
মুক্তৃপাসাে লহু,ও, বিহরামি অহং মুণী ॥৪১। (গৌতম উত্তর করিলেন) মুণী (হে মুনি=হে কেশীমুনি) তে সব্বসসা পাসে ( সেই পাশ সকলকে ) উবায়ও (উপায়ের দ্বারা=সৎভাবনাদিরূপ উপায়ের দ্বার) ছিত্তা ( ছেদন করিয়া)(ও) ণিহংতুণ ( নিহত করিয়া= বিনাশ করিয়া) মুক্তৃপাসদ (মুক্তপাশ) লহু,ও (লঘুভূত ) ( হইয়া) অহং (আমি) বিহরামি ( বিহার করিতেছি ) ॥৪১
| গৌতম উত্তর করিলেন, হে কেশীমুনি, সেই পাশসমূহকে সম্ভাবনাদি উপায়ের দ্বারা ছিন্ন ও নষ্ট করিয়া পাশমুক্ত ও অপ্রতিবদ্ধ হইয়া বিহার করিতেছি ॥৪১।
পাসা য় ইই কে বুত্তা, কেসী গােয়মমব্ববী। কেসিং এবং বুবংতং তু, গােয়মমা ইণমব্ববী ॥৪২||
১ “লঘুভূতে বায়ুস্ততশ্চ লঘুভূত ইব লঘুভূতঃ সৰ্বত্ৰাপ্রতিবন্ধত্বাৎ” টীকা ২।