________________
৪১৮
উত্তরাধ্যয়ন সূত্র
এগে (এক=এক শত্রু) জিএ ( জিত হইলে) পংচ (পঞ্চ =পঞ্চশত্রু) জিয়া (জিত হইল) পংচ (পঞ্চ শত্রু) জিএ (জিত হইলে) দস (দশ= দশ শত্রু) জিয়া (জিত হইল) উ (আবার) দসহা (দশকে=দশ প্রকার শত্রুকে) জিণিত্তা ( জয় করিয়া) হং (আমি) সব্বসত্ত, (সর্ব শত্রু) জিণাম ( জয় করি ) ॥৩৬||
| এক শত্রুকে জয় করিলে পাঁচ শত্রু জিত হয়। পাঁচ শত্রুকে জয় করিলে দশ শত্রু জিত হয়। দশপ্রকার শত্রুকে জয় করিয়া আমি সমস্ত শত্রুকে জয় করি ॥৩৬||
| সত্তয় ইই কে বুত্তে, কেসী গােয়মমব্ববী।
তও কেসিং বুবংতং তু, গােয়মমা ইণমব্ববী ॥৩৭ কেসী (কেশী মুনি) গােয়মং (গৌতমকে) অব্ববী (বলিলেন) ইই (এই) সত্ত, (শত্রু) কে বুত্তে (কে কথিত হইয়াছে) তও (তৎপরে) ইত্যাদি পূর্ববৎ ॥৩৭। | কেশীমুনি গৌতমকে বলিলেন, ‘আপনি কাহাকে শত্রু বলেন? কেশীকে এইরূপ বলিতে দেখিয়া গৌতম বলিলেন ॥৩৭।
এগপ্পা অজিএ সত্ত, কসায়া ইংদিয়াণি য়।।
| তে জিণিত্ত, জহাণায়ং, বিহরামি অহং মুণী ॥৩৮|| এগপ্পা (এক আত্মা =এক মন) কসায়া (কষায় সকল =চারি কষায়, ক্রোধ, মান, মায়া ও লােভ ) য় (ও ) ইংদিয়াণি (ইন্দ্রিয়সকল =স্পর্শ, রস, ঘ্রাণ, দর্শন। ও শ্রবণ, পাঁচপ্রকার ইন্দ্রিয়) (ইহারা) অজিএ (অজিত=দুর্জয়) সত্ত (শত্রু) মুণী (হে মুনি) অহং (আমি) তে (তাহাদিগকে ) জহাণায়ং (যথান্যায় =শাস্ত্র নিয়মানুযায়ী) জিণিত্ত, ( জয় করিয়া) বিহরামি (বিচরণ করি) ॥৩৮||
গৌতম বলিলেন, এক মন ও চারি প্রকার কষায়। মিলিত হইয়া পাঁচ প্রকার শত্রু, ও পাঁচ ইন্দ্রিয় মিলিয়া দশপ্রকার দুর্জয় শত্রু। হে মুনি, ইহাদিগকে শাস্ত্ৰনিয়মানুযায়ী জয় করিয়া আমি বিচরণ করি ॥৩৮||
সাহু গােয়ম পদ্মা তে, ছিন্নো মে সংসও ইমাে। অগো বি সংসও মঙ্খং, তং মে কহসু গােয়মা ॥৩৯||