________________
৪২৪
উত্তরাধ্যয়ন সূত্র সাহু গােয়ম পদ্মা তে, ছিন্নো মে সংসও ইমাে।।
অন্নো বি সংসও মঙ্খং, তং মে কহসু গােয়ম ॥৫ ৪|| ( শব্দার্থ পূর্ববৎ )
হে গৌতম, আপনার প্রজ্ঞা উত্তম। আমার এই সংশয় ছিন্ন হইল। আমার অন্য সংশয়ও আছে। হে গৌতম, তাহার উত্তর করুন ॥৫৪।
অইসাহসিও ভীমাে দুটুঠসসসা পরিধাবই।
জংসি গােয়মমারূঢ়ো, কহং তেণ ন হীরসী ॥৫ ৫|| অইসাহসিও ( অতিসাহসিক = দুঃসাহসিক, দুর্দমনীয়) ভীমাে (ভয়ঙ্কর) দুঠসস (দুষ্ট অশ্ব ) জংসি ( যাহাতে) গােয়ম (হে গৌতম) (আপনি) আরূঢ়ো ( আরূঢ় হইয়া আছেন) (তাহা) পরিধাবই ( তীব্রবেগে ধাবিত হইতেছে) তেণ (তাহার দ্বারা=দুষ্ট অশ্বের দ্বারা) (আপনি) কহং (কেন) ন হীরসী (উন্মার্গে নীত হইতেছেন না) ॥৫৫ ॥
অত্যন্ত দুর্দান্ত, ভয়ঙ্কর, দুষ্ট অশ্ব, যাহার উপর আপনি আরূঢ় হইয়া আছেন তাহা তীব্রবেগে ধাবিত হইতেছে। সেই দুষ্ট অশ্বের দ্বারা আপনি উন্মার্গে নীত হইতেছেন না কেন? ॥৫৫||
পহাবংতং ণিগিহাসি, সুয়সসীসমাহিয়ং।
ন মে গচ্ছই উম্মগং, মগং চ পড়িবজ্জঈ ॥৫৬। (গৌতম উত্তর করিলেন) পহাবংতং ( প্রধান্ত =উন্মার্গের প্রতি ধাবিত) ( এইরূপ অশ্বকে) সুয়রীসমাহিয়ং (শ্রত রশ্মি সমাহিত=ত শাস্তুরূপ বল্পর দ্বারা বদ্ধ ) (করিয়া) ণিগিহামি ( নিগৃহীত করি=বশীভূত করি ) মে (আমার) (সেই দুষ্ট অশ্ব ) উম্মং (উন্মার্গে ) ন গচ্ছই (গমন করে না) চ (এবং) মগং (মার্গ =সন্মার্গ) পড়িবজ্জই ( প্রতিপাদন করে= স্বীকার করে ) ॥৫৬
গৌতম বলিলেন, উন্মার্গের প্রতি ধাবিত দুষ্ট অশ্বকে শাস্তুরূপ বক্সার দ্বারা আবদ্ধ করিয়া আমি বশীভূত করি। আমার সেই দুষ্ট অশ্ব উন্মার্গে গমন করে না, কিন্তু সন্মার্গে প্রবর্তিত হয় ॥৫৬
১। অং সাহসিও' টীকা ২ ও ৩। ২। “তরশ্মিসমাহিতং সিদ্ধান্তবরূয়া বদ্ধম” টীকা ১।