________________
৪ ০ ৪
উত্তরাধ্যয়ন সূত্র
তিংদুয়ং ণাম উজ্জাণং, তস্মি ণয়মংডলে।
ফাসুএ সিজ্জসংঘারে, তখ বাসমুবাগ ॥৪॥ তম্মি (তাহার=শ্রাবস্তী নগরীর ) ণয়রমংডলে (নগরমণ্ডলে =নগরের পরিসরের মধ্যে, নগরের পরিসীমার মধ্যে) তিংদুয়ং নাম ( তিন্দুক নামে) উজ্জাণং ( উদ্যান) (ছিল) তখ (তথায় ) ফাসুএ (প্রাক=জীবরহিত) সিজ্জসংথারে (শয্যাসংস্কারক, শয্যা=বাসস্থান, সংস্তারক =শয়ন করিবার জন্য শিলা বা কাঠফলকাদিতে) বাসং (বাস =অবস্থান) উবাগ (উপগত=প্রাপ্ত হইলেন) ॥৪॥
| সেই শ্রাবস্তী নগরীর পরিসীমার মধ্যে তিন্দুক নামক উদ্যান ছিল। সেই উদ্যানে জীবরহিত আবাসস্থান ও শয়ন করিবার জন্য শিলা বা কাঠফলাদি গ্রহণ করিয়া বাস করিতে লাগিলেন ॥৪॥
অহ তেণেব কালেণং, ধম্মতিথয়রে জিণে। ভয়বং বদ্ধমাণুত্তি, সব্বললাগংমি বিসুএ ॥৫॥
১। “পুরপরিক্ষেপপরিসরে” টীকা ৩।
২। ভগবান্ মহাবীরের মাতাপিতার দ্বারা প্রদত্ত নাম বর্ধমান। ইহার পিতার নাম সিদ্ধার্থ ও মাতার নাম ত্রিশলাদেবী। বৈশালীর অন্তর্গত কুণ্ডপুর নগরের ক্ষত্রিয় পল্লীতে জন্মগ্রহণ করেন। সিদ্ধার্থ জ্ঞাতৃ বা নাত বংশীয় ক্ষত্রিয়গণের অধিনায়ক ছিলেন বলিয়া মহাবীরকে নাতপুত্ত বা নায়পুত্ত বলিয়াও অভিহিত করা হয়। সমরবীর নামক সামন্তরাজের কন্যা যশােদার সহিত ইহার বিবাহ হয় ও প্রিয়দর্শনা নাম্নী কন্যা জাত হয়। ৩০ বৎসর বয়সে ইনি সংসার ত্যাগ করিয়া প্রব্রজ্যা গ্রহণ করেন ও আত্মসাধনায় নিযুক্ত হন। প্রায় ১২ বৎসর ৬ মাস পর্যন্ত ঘাের তপস্যাচরণ ও তীব্র কষ্ট সহ্য করেন। ইহার তপস্যা ও কষ্টসহনের অসীম শক্তি দেখিয়া লােকে মহাবীর বলিয়া অভিহিত করে। ১২ বৎসরাধিক কাল তপস্যার পর চম্পা (ভাগলপুরের সন্নিকট) ও মধ্যপাপার ( বিহার শরীফের সন্নিকট) মধ্যবর্তী কোন স্থানে ঋজুবালুকা নাম্নী নদীতটে স্থিত জম্ভীয় নামক গ্রামের দেবালয়ের সমীপে শালবৃক্ষের নীচে ধ্যানাবস্থায় কেবলজ্ঞান লাভ করেন। কেবলজ্ঞানী হইবার পর প্রায় ৩০ বৎসর পর্যন্ত ধর্ম প্রচার করেন। ধর্মপ্রচারকালে পুর্বে অঙ্গদেশের রাজধানী চম্পা হইতে পশ্চিমে সিন্ধু দেশের রাজধানী বীতভয়পত্তন পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগে পর্যটন করেন এবং রাজা, রাজপুত্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বণিক প্রভৃতি সমাজের সর্বস্তরের ব্যক্তিগণকে জিনধর্মে দীক্ষিত করিয়া সাধু, সাধ্বী, শ্রাবক ও বিকারূপ চতুর্বিধ সত্বের স্থাপনা করেন। প্রায় ৩০ বৎসর ধর্মপ্রচারের পর মধ্যপাপ নগরীতে কার্তিকী অমাবস্যার শেষ রাত্রে ৭২ বৎসর বয়সে নির্বাণ প্রাপ্ত হন। এই নগরী বর্তমান বিহার প্রদেশের অন্তর্গত বিহার শরীফ নামক নগর হইতে ৭-৮ মাইল দূরে পাওয়াপুরী’ নামে খ্যাত।