________________
ব্রহ্মচর্যসমাধিস্থান
২৫৭ নাে ইখীণং কুডডংতরংসি বা দূসংরসি বা ভিত্তিঅংতরংসি বা কূইয়সদ্দং ২ বা রুইয়সং বা গীয়সং বা হসিয়সং বা গণিয়সং৩ বা কংদিয়সং বা বিলবিয়সং বা সুণিত্তা হবই সে ণিগগংথে। তং কহমিতি চে আয়রিয় আহ-ইখীণং কুডডংতরংসি বা দূসংতরং সি বা ভিত্তিঅংতরংসি বা কৃইয়ং বা রুইয়সং বা গীয়সং বা হসিয়দ্দং বা গণিয়সং বা কংদিয়সং বা বিলবিয়স বা সুণমাণ বংভয়ারি বংভচেরে সংকা বা কংখা বা বিতিগিচ্ছা বা সমুগ্নজ্জিজ্জা, ভেয়ং বা লভিজ্জা, উম্মায়ং বা পাউণিজ্জা, দীহকালিয়ং বা বােগায়ংকং হবিজ্জা, কেবলিপগ্নত্তাও বা ধম্মাও ভংসিজ্জা। তমহা খলু নাে ণিগংথে ইখীণং কুংতরংসি বা দূসংতরংর্সি বা ভিত্তিঅংতরংসি বা কূইয়ং বা রুইয়সং বা গীয়সং বা হসিয়সং বা থণিয়সং বা কংদিয়সং বা বিলবিয়সং বা সুণেমাণে ৪ বিহরিজ্জা ॥৫} | কুড়ড়ংরংসি (কুড্যান্তরে=খড়ের নির্মিত যবনিকার অন্তরালে ) দূসংতরংসি বা (অথবা দূষান্তরে =বস্তুনির্মিত যবনিকার অন্তরালে) ভিত্তিঅংতরংসি বা ( ভিত্তির অন্তরে বা=বা ইষ্টকাদিনির্মিত ভিত্তির অন্তরালে ) ( অবস্থান করিয়া) ইখীণং (স্ত্রীর ) কুইয়সং ( কূজিতশব্দ=পক্ষীর কূজনের ন্যায় শব্দ) রুইয়সং বা (বা রুতিশব্দ=রােদনের শব্দ) গীয়সং (বা গীতশব্দ =বা গানের শব্দ ) হসিয়সদ্দং বা (বা হসিতশব্দ =বা হাস্যের শব্দ) গণিয়সদ্দং বা (বা স্তনিত শব্দ =বা খিল খিল করিয়া হাসার শব্দ) কংদিয়সদ্দং বা (বা ক্রন্দনের শব্দ ) বিলবিয়সং বা (বা বিলপিত শব্দ) সুণিতা হবই (শ্রোতা হয় =শ্রবণ করে ) সে নাে ণিগংথে (সে নিগ্রন্থ নয়)। তং কহমিতি চে (তাহা কেন ?) আয়রিয় আহ (আচার্য বলিলেন) কুডডংতরংসি.••••• বিলবিয়সদ্দং বা পূর্ববৎ সুণমাণ (শ্রবণকারী) বংভয়ারি (ব্রহ্মচারীর ) বংভচেয়ে......ভংসিজ্জা পূর্ববৎ। তমহা খলু••••••বিহরিজ্জা পর্যন্ত পূর্ববৎ ॥৫।
খড়ের নির্মিত বা বস্ত্রের নির্মিত যবনিকার অন্তরালে বা ভিত্তির অন্তরালে স্থিত হইয়া স্ত্রীর কূজন শব্দ বা রােদন শব্দ বা গানের শব্দ বা হাস্যের শব্দ বা
১। “কুড্যং পাষাণরচিতঃ তেনান্তরং ব্যবধানং কুড্যান্তরং তস্মিন্ টীকা ১। “কুড্যৎ লেষ্ট,কাদিরচিতং” টীকা ২। “খটিকাদি রচিতং” টীকা ৩।
২। “সুরতসময়ে কোকিলাদিপক্ষিভাষারূপং কূজিতশব্দং” টীকা ২। ৩। “ভােগসময়ে দূরতরঘনগর্জনামুকারি শব্দং” টীকা ১। ৪। সুণমাণে টীকা ১। সুণমাণে টীকা ২।