________________
এড়ক
জহা (যেমন) ণরাে (কোন ব্যক্তি) কাগিণীএ (কাকিণীর= এক টাকার অশীতিতম অংশের) হেউং (হেতু= জন্য ) সহসসং (সহস্র=সহস্র টাকা) হার (হারায় নষ্ট করে) তু (আবার) রায়া (কোন রাজা) অপখং ( অপথ্য =কুপথ্য, অহিতকারী) অংবং (আম্রক=আম্রদল ) ভুচ্চা (আহার করিয়া) রজ্জং ( রাজ্য ) হারএ ( হারাইল ) ॥১১।
যেমন কোন ব্যক্তি এক কাকিণীর জন্য সহস্র মুদ্রা হারাইল এবং কোন রাজা অপথ্য আম্রফল আহার করিয়া যেমন রাজ্য (ও জীবন) হারাইল (তদ্রুপ মূর্ধগণ অকিঞ্চিৎকর আপাত সুখের জন্য পরম সুখকে হারায় ) ॥১১।
এবং মাণুগা কামা, দেবকামাণ অংতি। সহসগুণিয়া ভুজ্জো, আউং কামায় দিব্বিয়া ॥১২।
দেবকামাণ (দেবগণের কামভােগের =দেবজন্মসুলভ সুখের) অংতি (অন্তিকে =সমীপে ) মানুসসগা (মনুষ্যসম্বন্ধীয় =মনুষজন্মসুলভ ) কামা (কামভােগ= বিষয়সুখ ) এবং (এইরূপ অর্থাৎ সহস্ৰমুদ্রার তুলনায় কাকিনী বা জীবন। ও রাজ্যসুখের তুলনায় আম্রফল যেমন অকিঞ্চিৎকর তদ্রুপ) দিব্বিয়া ( দেবসম্বন্ধীয়) কাম ( সুখ ) য় (ও) আউং ( আয়ু) ( মনুষ্যজন্মসুলভসুখ ও আয়ু হইতে ) ভুজ্জো (ভূয়ঃ =ভূয়ােভূয়, বারংবার) সহস্সগুণিয়া (সহগুণিত ) |১২||
সহস্ৰমুদ্রার তুলনায় একটী কাকিনী, জীবন ও রাজ্যসুখের তুলনায় আম্রফল যেমন অকিঞ্চিৎকর তদ্রুপ দেবগণের সুখের সমীপে মনুষ্য জীবনের সুখ। অকিঞ্চিৎকর। দিব্য সুখ ও আয়ু মনুষ্যসুলভ সুখ ও আয়ু হইতে বারংবার সহস্রগুণিত অর্থাৎ বহু সহস্র গুণে অধিক ॥১২।
করে। রাজা তজ্জন্য তাহার রাজ্যের সমস্ত আম্রবৃক্ষ ছেদন করিয়া ফেলেন। একদা অশ্বারােহণে যাইতে যাইতে এক বনে প্রবেশ করেন ও আম্রবৃক্ষের ছায়ায় বিশ্রামের জন্য উপবেশন করেন। গাছে পৰু আম্রফল দেখিয়া লােভ সম্বরণ করিতে না পারিয়া তিনি প্রচুর অস্র ভক্ষণ করেন ও সেই স্থলেই বিসূচিকা রােগে আক্রান্ত হইয়া মৃত্যুমুখে পতিত হন। সামান্য আম্রফলের লােভে রাজা যেমন তাহার জীবন ও রাজ্যসুখ হারাইলেন তােপ কামড়ােগাসক্ত ব্যক্তি ক্ষণিক সুখের লােভে ভবিষ্যৎ জীবনের সমস্ত সুখ হারায়।