________________
ক্রমপত্রক
পৃথ্বীকায়রূপে উৎপন্ন জীব মৃত্যু প্রাপ্ত হইয়া যদি বারংবার সেই পৃথ্বীকায়েতেই উৎপন্ন হয়, তবে সেই জীব উৎকৃষ্টভাবে (maximum) অসংখ্য বর্ষ পর্যন্ত সেই পৃথ্বীকায়েতে অবস্থান করিতে থাকিবে। জানিয়া সময় মাত্রের জন্যও প্রমাদ করিবে না ॥৫॥
হে গৌতম, ইহা
আউক্কায়মইগও, উক্কোসং জীবে৷ উ সংবসে । কালং সংখাঈয়ং, সময়ং গোয়ম মা পমায়এ ॥৬॥ তেউক্কায়মইগও, উক্কোসং জীবো উ সংবসে । কালং সংখাঈয়ং, সময়ং গোয়ম মা পমায়এ ॥৭॥
বাউক্কায়মইগও, উক্কোসং জীবে৷ উ সংবসে । কালং সংখাঈয়ং, সময়ং গোয়ম মা পমায়এ ॥৮॥
১৪৭
আউক্কায়মইগও ( অকায়মতিগত = জল যে জীবের শরীর তাহা অকায় মৃত্যুপ্রাপ্ত হইয়া বারংবার জলযুক্ত শরীরসম্পন্ন জীব রূপে যে জন্মগ্রহণ করে সে অকায়াতিগত ) তেউক্কায়মইগও ( তেজস্কায়মতিগত = অগ্নি যে জীবের শরীর তাহা অগ্নিকায় বা তেজস্কায়, মৃত্যুপ্রাপ্ত হইয়া বারংবার অগ্নিযুক্ত শরীরসম্পন্ন জীব রূপে যে জন্মগ্রহণ করে সে তেজস্কায়াতিগত ) বাউক্কায়মইগও ( বায়ুকায়মতিগত=বায়ু যে জীবের শরীর তাহা বায়ুকায়, মৃত্যুপ্রাপ্ত হইয়া পুনঃ পুনঃ বায়ুযুক্ত শরীরসম্পন্ন জীব রূপে যে জন্মগ্রহণ করে সে বায়ুকায়াতিগত ) ||৮||
অকায়, তেজস্কায়, বায়ুকায় রূপে উৎপন্ন জীব মৃত্যুপ্রাপ্ত হইয়া যদি পুনঃ পুনঃ সেই জল, অগ্নি ও বায়ু কায়েতেই উৎপন্ন হয় তবে উৎকৃষ্টভাবে অসংখ্য বর্ষ পর্যন্ত সেই জল, অগ্নি ও বায়ু কায়েতেই অবস্থান করিতে থাকিবে। হে গৌতম, ইহা জানিয়া সময় মাত্রের জন্যও প্রমাদ করিবে
না ||৬|| ৭ ||৮||
বণসই কায়মইগও', উকোসং জীবো উ সংবসে। কালমণং তদুরংতং৺, সময়ং গোয়ম মা পমায়এ ॥৯॥
১। বৃক্ষ, লতা, গুল্ম, শৈবাল, ছত্রক আদিকে বনস্পতিকায় কহে। বনস্পতিকায়কে দুইভাগে বিভক্ত করা হইয়াছে। যথা সাধারণ ও প্রত্যেক । সাধারণ বিভাগের বনস্পতিকে