________________
বহুশ্রুতপূজা
১৭৩
হইতে উৎপন্না) সীয়া ( শীতা নাম্নী নদী) নঈণ (নদীদিগের মধ্যে) পবরা (শ্রেষ্ঠ) এবং (এইরূপ) বহুএ (বহুশ্রুত) হবই (হন) ॥২৮||
| যেমন নীলবৎপর্বতােৎপন্না স্বচ্ছসলিলা সাগরগামিনী শীতানাম্নী নদী সমস্ত নদীদিগের মধ্যে শ্রেষ্ঠ তদ্রুপ নির্মলসিদ্ধান্ত জ্ঞানসম্পন্ন মুক্তিগামী বহুশ্রুত আচার্য সাধুগণের মধ্যে শ্রেষ্ঠ ॥২৮||
জহা সে গাণ পবরে, সুমহং মংদরে গিরী।
পােসহীপজ্জলিএ, এবং হবই বহুস্ ॥২৯ জহা (যেমন) সে (সেই) সুমহং (সুমহান) পাণােসহীপজ্জলি (নানৌষধি প্রজ্জলিত=নানাপ্রকার ঔষধির দ্বারা দীপ্তিমান্ ) মংদরে গিরী ( মন্দর গিরি = মেরু পর্বত ) গাণ (পর্বতসমূহের মধ্যে ) পবরে (প্রবর শ্রেষ্ঠ ) (হয়) এবং ( তদ্রুপ ) বহুসুএ (বহুশ্রুত ) হবই ( হন) ॥২৯ । | যেমন নানাপ্রকার ঔষধির দ্বারা দীপ্তিমান্ সুমহান্ মন্দর বা মেরুপৰ্বত অন্যান্য পর্বত সমূহের মধ্যে শ্রেষ্ঠ তদ্রুপ নানাপ্রকার লব্ধি, সিদ্ধি আদি শক্তি সম্পন্ন, স্থিরধী, বহুশ্রুত আচার্য অন্য তীর্থিকদিগের মধ্যে শ্রেষ্ঠ ॥২৯||
জহা সে সয়ংভূরমণে, উদহী অখওদএ।
7ণারয়ণপড়িপুণে, এবং হবই বহুসসুএ ॥৩০ || জহা (যেমন ) সে (সেই) পাণারয়ণপড়িপুরে ( নানা রত্ন প্রতিপূর্ণ ) অকথওদ ( অক্ষয়ােদক = অক্ষয় জলরাশি পরিপূর্ণ ) সয়ংভূরমণে (স্বয়ম্ভুরমণ নামক )
১। “নানা প্রকারাভিরৌষধিভিঃ শল্যবিশল্যাসঞ্জীবনীসংরােহিণীচিত্রাবল্লীসুধাবল্লীবিষাপহারিণীশনিবারিণীভূতনাগদমন্যাদিভিমূলীভিঃ প্রজ্বলিতে। জাজ্বল্যমানঃ” টীকা ১।
২। এই অধ্যয়নের ২৭ সূত্রের ১নং পাদটীকায় বলা হইয়াছে যে জম্বুদ্বীপ লবণ সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। এই লবণ সমুদ্রের চতুর্দিকে বলয়াকার ধাতকীখণ্ড নামক দ্বীপ ও তাহার চতুর্দিকে কালােদধি নামক সমুদ্র আছে। কালোদধির চতুর্দিকে পুষ্করবর নামক বলয়াকার দ্বীপ ও তাহার চতুর্দিকে পুরােদধি নামক বলয়াকার সমুদ্র আছে। এইরূপে দ্বীপের পর সমুদ্র ও সমুদ্রের পর বলয়াকার দ্বীপ অবস্থিত আছে, যাহা সংখ্যায় অসংখ্যেয়। এই অসংখ্যেয় দ্বীপ ও সমুদ্রের পর শেষ সমুদ্রের নাম স্বরমণ। তৃতীয় দ্বীপ পুষ্করবরের মধ্যস্থলে এক বলয়াকার পর্বত আছে যাহা এই দ্বীপকে দুইভাগে বিভক্ত করে। এই পর্বতকে মানুষােত্তর পর্বত বলে। ইহার পরে মনুষের বসতি নাই। জম্বুদ্বীপ, ধাতকীখণ্ড ও অর্ধেক পুষ্করবর দ্বীপ—এই আড়াই দ্বীপে মনুষের বসতি। তত্ত্বার্থসূত্র ৩১২-১৪।