Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 9
________________ আমি কে ? প্রভাব পড়ে, তাে আত্মস্বরূপ নয়! | তুমি চন্দুলাল। একেবারে নও এরকমও নয়। তুমিই চন্দুলাল, কিন্তু ‘বাই রিলেটিভ ভিউপয়েন্ট (ব্যবহারিক দৃষ্টি) -তে ইউ আর চন্দুলাল ইজ কারেক্ট। প্রশ্নকর্তা : আমি তাে আত্মা, কিন্তু নাম চন্দুলাল। দাদাশ্রী: হঁা, কিন্তু এখন চন্দুলালকে কেউ গালাগালি করলে তােমার উপর তার প্রভাব পড়বে কি না ? প্রশ্নকর্তা : প্রভাব তাে পড়বেই। দাদাশ্রী : তাহলে তাে তুমি ‘চন্দুলাল', আত্মা নও। আত্মা হলে তােমার উপর প্রভাব পড়তাে না। প্রভাব পড়ছে, সুতরাং তুমি চন্দুলাল-ই। চদুলালের নামে কেউ গালি দিলে তা তুমি নিজের উপর নিয়ে নাও। চন্দুলালের নামে কেউ উল্টো-পাল্টা বললে তুমি দেওয়ালে কান লাগিয়ে তা শুনতে থাক। তখন যদি বলি, “ভাই, দেওয়াল তােমাকে কি বলছে ? তাহলে বলবে, না দেওয়াল নয়, ভেতরে আমার কথা হচ্ছে, তাই শুনছি।' কার কথা হচ্ছে ? বললে, ‘চন্দুলাল-এর। আরে, তুমি তাে চন্দুলাল নও। যদি তুমি আত্মা হও তাে চন্দুলাল -এর কথা নিজের উপর নেবেনা। প্রশ্নকর্তা : বাস্তবে ‘আমি তাে আত্মা-ই', নয় কি ? দাদাশী : এখনও তাে তুমি আত্মা হওনি। চন্দুলাল-ই তাে আছ ? ‘আমি চন্দুলাল’ এটা আরােপিতভাব। তােমার ‘আমি চন্দুলাল’ এই বিলীফ (ধারণা) দৃঢ় হয়ে গেছে। এটা রং বিলীফ (ভুল ধারণা)।। (২) বিলীফ -রং, রাইট! কত রকমের রং বিলীফ ‘আমি চন্দুলাল’ এই ধারণা, এই বিলীফ তাে তােমার রাতে ঘুমের

Loading...

Page Navigation
1 ... 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56