Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 26
________________ আমি কে ? সেইরকমই জীবের ভিতর চেতন আর অচেতন মিক্সচার-রূপে থাকে, কম্পাউণ্ড স্বরূপে থাকে না। সেইজন্যে আবার নিজের স্বভাব ফিরে পেতে পারে। কম্পাউণ্ড হলে তাে বােঝাই যেত না। চেতন-এর গুণধর্ম-ও বােঝা যেত না আর অচেতন-এর গুণধর্ম-ও বােঝা যেত না। তৃতীয় কোন গুণধর্ম উৎপন্ন হত। কিন্তু তা নয়। এ তাে কেবল মিক্সচার হয়েছে। এইজন্যে জ্ঞানীপুরুষ এদের আলাদা করে দিলে আত্মার পরিচয় হয়ে যায়। জ্ঞানবিধি কি ? প্রশ্নকর্তা : আপনার জ্ঞানবিধি কি ? দাদাশ্রী:জ্ঞানবিধি তাে সেপারেশন (আলাদা) করে পুদগল (অনাত্মা) আর আত্মার ! শুদ্ধচেতন আর পুদ্গল, দুই-এর সেপারেশন। প্রশ্নকর্তা : এটা সিদ্ধান্তরূপে তাে ঠিক আছে কিন্তু এর পদ্ধতি কি ? দাদাশ্রী : এতে কিছু দেওয়া-নেওয়ার ব্যাপার নেই। কেবলমাত্র এখানে বসে যেমনটি বলানাে হবে তেমনটি বলতে হবে। আমি কে' তার পরিচয় দেওয়ার জন্য দু-ঘণ্টার জ্ঞান প্রয়ােগ হয়। এর মধ্যে ৪৮ মিনিট আত্ম-অনাত্মার ভেদ করানাের জন্য ভেদবিজ্ঞান -এর বাক্য বলানাে হয়। | যা সবাইকে বলতে হয়। এরপরে একঘণ্টায় পাঁচ আজ্ঞা উদাহরণ দিয়ে সবিস্তারে বােঝানাে হয়, বাকি জীবন কেমনভাবে ব্যতিত করতে হবে যাতে নতুন কর্মবন্ধন না হয় আর পুরানাে কর্ম সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। সাথে সাথে আমি শুদ্ধাত্মা' এই লক্ষ্য সবসময় থাকে। আবশ্যকতা গুরু-র, না জ্ঞানী’র ? প্রশ্নকর্তা: দাদাজী-কে পাওয়ার আগে কাউকে গুরু বলে মানলে ? তাহলে ওনার কি করবাে ? দাদাশ্রী : ওনার কাছে যাবে। আর যদি না যেতে চাও তাে যাওয়া আবশ্যকও নয়। তুমি যেতে চাইলে যাবে, না যেতে চাইলে যাবে না।

Loading...

Page Navigation
1 ... 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56