________________
আমি কে ?
আজ্ঞা পালন করতে ভুলে গেলে প্রতিক্ৰমণ করবে। মানুষ তাে, ভুল হতে পারে। কিন্তু ভুলে গেলে প্রতিক্ৰমণ করবে যে, ‘হে দাদাজী, এই দু'ঘণ্টা ভুলে গেছি, আপনার আজ্ঞা ভুলে গেছি। কিন্তু আমাকে আজ্ঞা পালন তাে করতেই হবে। আমাকে ক্ষমা করুন। তাহলে পিছনের সমস্ত কিছু মাফ হয়ে যাবে। একশাে’তে একশাে মার্কস পুরাে পাবে। এই জন্যে দায়িত্ব থাকবে না। আজ্ঞাতে এসে গেলে তাকে সমগ্র জগৎ-ও ছুঁতে পারবে না। আমার আজ্ঞা পালন করলে তােমাকে কিছুই স্পর্শ করবে
। তাহলে আজ্ঞা যে দিচ্ছে তাকে কি স্পর্শ করে ? না, কারণ পরহেতু (অন্যের ভালাের জন্যে) হচ্ছে, তাই তাঁকে স্পর্শ করবে না আর ডিজম্ভ হয়ে যাবে।
এ তাে ভগবানের আজ্ঞা !!!
| দাদাজীর আজ্ঞা পালন করা মানে ‘এ. এম. প্যাটেল’ -এর আজ্ঞা নয়। স্বয়ং ‘দাদা ভগবান’-এর, যিনি চৌদ্দ লােকের নাথ, তাঁরই আজ্ঞা। এর গ্যারান্টী দিচ্ছি। এতে আমার মাধ্যমে এই সমস্ত বানী বাইরে এসেছে। এইজন্য তােমাকে ওই আজ্ঞা পালন করতে হবে। আমার আজ্ঞা’ নয়, এ দাদা ভগবান-এর আজ্ঞা। আমিও ওই ভগবানের আজ্ঞায় থাকি, কি না!
জয় সচ্চিদানন্দ আত্মজ্ঞানী পুরুষ এ. এম. পটেল’-এর অন্তরে প্রকাশিত
“দাদা ভগবানের অসীম জয়জয়কার হােক”
| (প্রতিদিন কমপক্ষে ১০ মিনিট থেকে ৫০ মিনিট পর্যন্ত উচ্চস্বরে বলতে হবে) |