________________
আমি কে ?
| 53
করি, না করাই বা কর্তার প্রতি অনুমােদন না করি এরকম পরম শক্তি দিন।
আমাকে নিরন্তর নির্বিকার থাকার পরম শক্তি দিন।। ৭। হে দাদা ভগবান! আমাকে কোন রসে লুব্ধতা না হয় এমন পরম
শক্তি দিন। সমরসী আহার গ্রহণ করার পরম শক্তি দিন।। ৮। হে দাদা ভগবান! আমাকে কোন দেহধারী জীবাত্মার প্রত্যক্ষ বা
পরােক্ষ, জীবিত অথবা মৃত, কারাের কিঞ্চিৎমাত্র-ও অবর্ণবাদ (নিন্দা), অপরাধ, অবিনয় না করি, না করাই বা কর্তার প্রতি অনুমােদন না
করি এমন পরম শক্তি দিন। ৯। হে দাদা ভগবান! আমাকে জগৎ-কল্যাণ করার নিমিত্ত হওয়ার
পরম শক্তি দিন, শক্তি দিন, শক্তি দিন। (এই সমস্ত আপনাকে দাদার কাছে চাইতে হবে। এটা শুধুমাত্র রােজ পড়ার বস্তু নয়, হৃদয়ে রাখার বস্তু। উপযােগপূর্বক ভাবনা করার বস্তু। এর পঠনে সমগ্র শাস্ত্রের সার এসে যায়।)
| * * * * *