Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 52
________________ আমি কে ? | 51 * * * * বীতরাগশাসন দেব-দেবীদেরকে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি। (৫) * নিষ্পক্ষপাতী শাসন দেব-দেবীদেরকে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি। চব্বিশ তীর্থঙ্কর ভগবন্তো-কে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি। (৫) * শ্রীকৃষ্ণ ভগবান'-কে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি। (৫) ভরতক্ষেত্রে বর্তমানে বিচরণকারী সর্বজ্ঞ ‘শ্রী দাদা ভগবান’-কে নিশ্চয়পূর্বক অত্যন্ত ভক্তিপূর্ণ নমস্কার করি। * ‘দাদা ভগবান'-এর সমস্ত সমকিধারী মহাত্মাগণকে অত্যন্ত | ভক্তিপূর্বক নমস্কার করি। সমগ্র ব্রহ্মাণ্ডের জীবমাত্রের ‘রিয়েল’ স্বরূপকে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি। ‘রিয়েল’ স্বরূপ — সেটাই ভগবৎ স্বরূপ। সেইজন্যে সমগ্র জগৎকে ভগবৎ স্বরূপে দর্শন করি। | ‘রিয়েল’ স্বরূপ — সেটাই শুদ্ধাত্মা স্বরূপ। সেইজন্যে সমগ্র জগৎকে ‘শুদ্ধাত্মা স্বরূপে দর্শন করি। ‘রিয়েল’ স্বরূপ — সেটাই তত্ত্বস্বরূপ। সেইজন্যে সমগ্র জগৎকে ‘তত্ত্বজ্ঞান’-এ দর্শন করি। (বর্তমান তীর্থঙ্কর শ্রী সীমন্ধর স্বামীর কাছে পরমপূজ্য দাদা ভগবানের মাধ্যমে প্রত্যক্ষ নমস্কার পৌঁছায়। বন্ধনীর ভিতরে লেখা সংখ্যা অনুযায়ী প্রতিদিন একবার পড়তে হবে।)

Loading...

Page Navigation
1 ... 50 51 52 53 54 55 56