________________
আমি কে ?
*
*
শ্রী সীমন্ধর স্বামীকে নমস্কার।
* বাৎসল্যমূৰ্ত্তি শ্রী দাদা ভগবানকে নমস্কার
*
প্রাপ্ত মন-বচন-কায়া দ্বারা এই জগতের কোন জীবের কিঞ্চিৎমাত্রও দুঃখ না হয়, না হয়, না হয়।
(৫)
কেবল শুদ্ধাত্মানুভব ব্যতীত এই জগতের কোন বিনাশী বস্তু আমার চাই না ৷ (৫)
নিত্যক্ৰম
প্ৰাতঃবিধি
50
*
*
(৫)
(৫)
* জ্ঞানীপুরুষ দাদা ভগবান –এর বীতরাগ বিজ্ঞান যথার্থরূপে, সম্পূর্ণরূপে, সর্বাঙ্গরূপে কেবল জ্ঞান, কেবল দর্শন আর কেবল চারিত্রতে পরিণমিত হোক, পরিণমিত হোক, পরিণমিত হোক। (৫)
নমস্কার বিধি
প্রকট জ্ঞানীপুরুষ ‘দাদা ভগবান’–এর আজ্ঞাতেই সর্বদা থাকার পরম শক্তি প্রাপ্ত হোক, প্রাপ্ত হোক, প্রাপ্ত হোক ।
(৫)
* প্রত্যক্ষ দাদা ভগবানকে সাক্ষী রেখে বর্তমানে মহাবিদেহক্ষেত্রে বিচরণকারী তীর্থঙ্কর ভগবান শ্রীসীমন্ধর স্বামীকে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি। (80) প্রত্যক্ষ দাদা ভগবানকে সাক্ষী রেখে বর্তমানে মহাবিদেহক্ষেত্র আর অন্য ক্ষেত্রে বিচরণকারী ‘ওম্ পরমেষ্টি ভগবন্তো’–কে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি। (৫)
প্রত্যক্ষ দাদা ভগবানকে সাক্ষী রেখে বর্তমানে মহাবিদেহক্ষেত্র আর অন্য ক্ষেত্রে বিচরণকারী ‘পঞ্চ পরমেষ্টি ভগবন্তো'-কে অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি।
(৫)
প্রত্যক্ষ দাদা ভগবানকে সাক্ষী রেখে বর্তমানে মহাবিদেহক্ষেত্র আর অন্য ক্ষেত্রে বিহরমান ‘তীর্থঙ্কর সাহেব’–দের অত্যন্ত ভক্তিপূর্বক নমস্কার করি।
(৫)