________________
আমি কে ?
হবে না যে আজ্ঞার পালন হচ্ছে কি না। আজ্ঞা পালন যতটা করতে পারবে ততটাই ঠিক, কিন্তু তোমাকে নিশ্চয় করতে হবে যে আজ্ঞা পালন সব সময় করবো।
প্রশ্নকর্তা : কম-বেশী পালন করলে তাতে কোন অসুবিধে নেই
48
তো ?
দাদাশ্রী : ‘অসুবিধে নেই', এরকম নয়। তোমাকে নিশ্চয় করতে হবে যে আজ্ঞার পালন করতেই হবে। সকালেই নিশ্চয় করবে যে, ‘পাঁচ আজ্ঞাতে-ই থাকতে হবে, পালন করতেই হবে।' নিশ্চয় করলে তখন থেকেই আমার আজ্ঞায় এসে গেছো, আমার এটুকুই চাই। পালন হচ্ছে না, তার কজেজ (কারণ) আমার জানা আছে। তোমাকে পালন করতে হবে, এই নিশ্চয়টাই রাখতে হবে।
আমার জ্ঞান থেকে তো মোক্ষ হবেই, যদি কেউ আজ্ঞায় থাকে তাহলে তার মোক্ষ হবে, এতে কোন দ্বি-মত নেই। তবে যদি কেউ জ্ঞান নিয়েছে কিন্তু আজ্ঞা পালন না করে, তাহলেও অঙ্কুরিত না হয়ে থাকবে না। এইজন্যে কেউ কেউ আমাকে বলে, ‘জ্ঞান নিয়ে কিছু লোক আজ্ঞার পালন করে না, তাদের কি হবে ?' আমি বলি, ‘সে তোমাদের দেখার দরকার নেই, এটা আমার দেখা দরকার। জ্ঞান আমার কাছ থেকে নিয়ে গেছে ; তোমার তো কিছু লোকসান হয়নি ?' কারণ পাপ ভস্মীভূত না হয়ে যায় না। সে হতে পারে না। আমার এই পাঁচ বাক্যে থাকলে পৌঁছে যাবে। আমি নিরন্তর এই পাঁচ বাক্যতেই থাকি আর আমি যাতে থাকি সেই ‘দশা’ তোমাকেও দিয়েছি। আজ্ঞাতে থাকলে কাজ হবে। নিজের বুদ্ধিতে লক্ষ জন্ম মাথা কুটলেও কিছু হওয়ার নয়। কিন্তু এরা তো আজ্ঞাও নিজের আক্কেল অনুযায়ী পালন করে। আবার আজ্ঞা বুঝবেও তো নিজেদের বোধ অনুযায়ী-ই না ! এইজন্যে ওখানেও একটু একটু লিকেজ হতেই থাকে। তবুও আজ্ঞা পালন করার পিছনে ওর নিজের ভাব তো এটাই আছে যে, ‘আজ্ঞা পালন করতেই হবে'। সেইজন্যে জাগৃতি চাই ।
9