________________
আমি কে ?
দেখতে থাকলে তখন তোমার চিত্ত অন্য জায়গায় ঘুরে বেড়াবে না, কিন্তু ওই সময় কিছু মনে আসলে তুমি বিচলিত হয়ে যাও।
(১৪) পাঁচ আজ্ঞার মহত্ত্ব ! ‘জ্ঞান’–এর পরে কি ধরণের সাধনা ?
47
প্রশ্নকর্তা : এই জ্ঞানের পরে এখন কি ধরণের সাধনা করা উচিৎ ? দাদাশ্রী : সাধনা তো এই যে পাঁচ আজ্ঞার পালন করছো না, সেটাই! এখন আর অন্য কোন সাধনা নেই। অন্য সাধনা বন্ধনকারক। এই পাঁচ আজ্ঞাই মুক্তি দেবে।
সমাধি থাকে, এরকম আজ্ঞা !
প্রশ্নকর্তা : এই যে পাঁচ আজ্ঞা আছে, এছাড়া আর কিছু আছে ? দাদাশ্রী : পাঁচ আজ্ঞা তোমার জন্য একটা বেড়ার মত যাতে তোমার জিনিষ ভিতর থেকে কেউ চুরি করে না নেয়। এই বেড়া রাখলে তোমার ভিতর আমি যা দিয়েছি তা একজ্যাক্ট, যেমনকার তেমন-ই থাকবে, আর বেড়া কমজোর হয়ে গেলে কেউ ভিতরে ঢুকে নষ্ট করে দেবে। তখন আবার আমাকে রিপেয়ার করতে আসতে হবে। এইজন্য, এই পাঁচ আজ্ঞায় যতক্ষণ থাকবে ততক্ষণ নিরন্তর সমাধির আমি গ্যারান্টি দিচ্ছি।
"
আমি পাঁচটা বাক্য তোমাকে রক্ষণের জন্যে দিই। এই জ্ঞান তো আমি তোমাকে দিয়েছি আর ‘ভেদজ্ঞান' দিয়ে ‘আলাদা’ও করেছি, কিন্তু এখন যাতে এটা আলাদাই থাকে সেইজন্যে রক্ষণ দিই, যাতে এই যে কলিযুগ, এই কলিযুগের কেউ কখনও তাকে লুটে নিয়ে না যায় ৷ ‘বোধবীজ’ অঙ্কুরিত হলে জল ইত্যাদি ছিটাতে হবে না ? বেড়া দিতে হবে না ?
দৃঢ় নিশ্চয়ই আজ্ঞার পালন করায় !
দাদাজীর আজ্ঞা পালন করতে হবে। এটাই সবথেকে বড় জিনিস । আমার আজ্ঞা পালন করার নিশ্চয় করা চাই। তোমাকে এটা দেখতে