________________
আমি কে ?
52
নয় কলাম
১।
হে দাদা ভগবান ! আমাকে কোন দেহধারী জীবাত্মার অহংকারকে কিঞ্চিৎমাত্র-ও দুঃখ না দিই, না দেওয়াই বা দেওয়ানোর প্রতি অনুমোদন না করি এমন পরম শক্তি দিন।
আমাকে কোন দেহধারী জীবাত্মার অহংকারকে কিঞ্চিৎমাত্র-ও দুঃখ না দিই এরকম স্যাদবাদ বাণী, স্যাদবাদ ব্যবহার এবং স্যাদবাদ মনন করবার করবার পরম শক্তি দিন।
২।
হে দাদা ভগবান! আমাকে কোন ধর্মকে কিঞ্চিৎ প্রমাণমাত্র-ও দুঃখ না দিই, না দেওয়াই বা দেওয়ানোর প্রতি অনুমোদন না করি এমন পরম শক্তি দিন।
আমাকে কোন ধর্মের অহংকারকে কিঞ্চিৎমাত্র-ও দুঃখ না দিই এরকম স্যাদবাদ বাণী, স্যাদবাদ ব্যবহার এবং স্যাদবাদ মনন করবার পরম শক্তি দিন।
৩। হে দাদা ভগবান! আমাকে কোন দেহধারী উপদেশক, সাধু, সাধ্বী বা আচার্য্যের অবর্ণবাদ (নিন্দা), অপরাধ, অবিনয় না করার পরম শক্তি দিন।
৪। হে দাদা ভগবান ! আমাকে কোন দেহধারী জীবাত্মার প্রতি কিঞ্চিৎমাত্র—ও অভাব, তিরস্কার কখনও না করি, না করাই বা কর্তার প্রতি অনুমোদন না করি এমন পরম শক্তি দিন।
৫। হে দাদা ভগবান! আমাকে কোন দেহধারী জীবাত্মার সাথে কঠোর ভাষা, তন্তিলি (যার রেশ থেকে যায় এমন) ভাষা না বলি, না বলাই বা বলার জন্যে অনুমোদন না করি এমন পরম শক্তি দিন । কেউ কঠোর ভাষা, তন্তিলি ভাষা বললে আমাকে মৃদু-সরল ভাষা বলা পরম শক্তি দিন।
৬। হে দাদা ভগবান ! আমাকে কোন দেহধারী জীবাত্মার প্রতি, স্ত্রী, পুরুষ বা নপুংসক, যে কোন লিঙ্গধারী হোক, তার সম্বন্ধে কিঞ্চিৎমাত্রও বিষয়-বিকারের দোষ, ইচ্ছা, চেষ্টা বা বিচার-সম্বন্ধী দোষ, না