________________
আমি কে ?
46
প্রশ্নকর্তা : কোন অর্থে পিছনে লেগে থাকতে হবে ?
দাদাশ্রী : পিছনে লেগে থাকা মানে এই জ্ঞান পাওয়ার পরে আর কোন আরাধনা থাকে না। কিন্তু এ তো আমি জানি যে এটা অক্রম। এই সমস্ত লোক অসংখ্য ‘ফাইল’ নিয়ে এসেছে। এই ফাইলের কারণে তোমাকে মুক্ত রেখেছি কিন্তু এর মানে এই নয় যে কাজ মিটে গেছে। আজকাল অনেক ফাইল হয়, সেইজন্যে তোমাকে আমার এখানে রাখলে তোমার ‘ফাইল’–রা ডাকতে আসবে। এই কারণে ছাড় দিয়েছি যে ঘরে গিয়ে ফাইলদের সমভাবে নিকাল (সমাধানপূর্বক শেষ) করো। তা নাহলে তো জ্ঞানীর কাছেই পড়ে থাকা উচিৎ।
নয়তো আমার থেকে যদি পূর্ণরূপে লাভ না নিতে পারো তো এটা তোমার মনে দিন-রাত কাঁটার মত ফোটা উচিৎ। যতই ফাইলরা থাকুক না কেন আর জ্ঞানীপুরুষ বলে থাকুন, আজ্ঞা দিয়ে থাকুন যে ফাইলদের সমভাবে নিকাল করবে, সেই আজ্ঞাই ধর্ম নয় কি ? সে তো আমাদের ধর্ম। কিন্তু এ’তো মনে ফুটতে থাকা উচিৎ যে ফাইল কম হোক যাতে আমি লাভ নিতে পারি।
ওর তো মহাবিদেহ ক্ষেত্র সামনে আসবে !
যার মধ্যে শুদ্ধাত্মার লক্ষ্য বসে গেছে সে এখানে, ভরতক্ষেত্রে থাকতে পারবেই না। যার আত্মার লক্ষ্য বসে গেছে, সে মহাবিদেহ ক্ষেত্রেই পৌঁছে যাবে, এইরকমই নিয়ম আছে। এখানে এই দুষিতকালে থাকতেই পারবে না। এই যে শুদ্ধাত্মার লক্ষ্য বসে গেছে, সে মহাবিদেহ ক্ষেত্রে একজন্ম বা দুইজন্ম কাটিয়ে তীর্থঙ্করের দর্শন করে মোক্ষে চলে যাবে, এরকম সহজ, সরল এই মার্গ! আমার আজ্ঞায় থাকবে। আজ্ঞাই ধর্ম আর আজ্ঞাই তপ! সমভাবে নিকাল করতে হবে। এই যে আজ্ঞা বলেছি, ওতে যতটা পারবে ততটাই থাকবে, সম্পূর্ণরূপে থাকলে তো ভগবান মহাবীর-এর দশায় থাকতে পারবে। তুমি ‘রিয়েল’ আর ‘রিলেটিভ'