Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 40
________________ আমি কে ? 39 ভগবান’কে নমস্কার করতে হয়। আমার দাদা ভগবান’ এর সাথে ভেদব্যবহারই (দুজনে আলাদা, এরকম) থাকে। ব্যবহারেই ভেদ, কিন্তু লােকে এরকম মনে করে যে ইনি স্বয়ং-ই দাদা ভগবান। না, স্বয়ং দাদা ভগবান কি করে হবাে ? এতাে ভাদরনের পটেল। | (১১) সীমন্ধর স্বামী কে ? তীর্থঙ্কর ভগবান শ্রী সীমন্ধর স্বামী! দাদাশ্রী : সীমন্ধর স্বামী কে ? এটা বােঝানাের কৃপা করবেন ? প্রশ্নকর্তা : সীমন্ধর স্বামী বর্তমান তীর্থঙ্কর সাহেব। উনি অন্য ক্ষেত্রে আছেন। যেমন ঋষভদেব ভগবান ছিলেন, মহাবীর ভগবান ছিলেন তেমনি সীমন্ধর স্বামীও তীর্থঙ্কর। উনি আজও মহাবিদেহ ক্ষেত্রে বিচরণ করেন। মহাবীর ভগবান তাে সব বলে দিয়েছেন, কিন্তু লােকেদের বােধ বাঁকা হলে কি হবে ? এইজন্যে ফলপ্রাপ্তি হয় না। ভগবান মহাবীর বলে গিয়েছেন যে, এখন চৌবীসী বন্ধ হয়ে যাবে, এখন (ভরতক্ষেত্রে) আর তীর্থঙ্কর হবেন না। সেইজন্যে মহাবিদেহ ক্ষেত্রে যে তীর্থঙ্কর আছেন তার আরাধনা করবে। | ওখানে বর্তমান তীর্থঙ্কর আছেন, তার আরাধনা করবে। কিন্তু এখন তাে লােকেদের লক্ষ্যে তা নেই। আর এই চব্বিশজনকেই সব | লােক তীর্থঙ্কর বলে ! | খেয়ালে তাে সীমন্ধর স্বামীই! লােকে আমাকে প্রশ্ন করে যে আপনি সীমন্ধর স্বামীর আরাধনা কেন করান ? চব্বিশ তীর্থঙ্করদের কেনকরাননা ? আমিবলি যে, চব্বিশতীর্থঙ্করএর কথা তাে বলি, কিন্তু আমি রীতি অনুসারে বলি। সীমন্ধর স্বামীর কথা বেশি করেবলি। ওনাকেই বর্তমান তীর্থঙ্কর বলে আর এই নমাে অরিহন্তানং'ওনার কাছেই পৌঁছায়। নবকার-মন্ত্র বলার সময় সীমন্ধর স্বামী খেয়ালে থাকা উচিৎ, তবেই তােমাদের নবকার-মন্ত্র শুদ্ধ হয়েছে বলা যাবে।

Loading...

Page Navigation
1 ... 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56