Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 39
________________ আমি কে ? 38 ভগবান হন। ভগবান’ শব্দ বিশেষণ। কোন মানুষ ওর যােগ্য হলে লােকে তাকে ভগবান বলবেই। এখানে প্রকট হয়েছেন, চৌদ্দ লােকের প্রভু! প্রশ্নকর্তা : ‘দাদা ভগবান’ শব্দ কার জন্য প্রয়ােগ করা হয়েছে ? দাদাশ্রী : ‘দাদা ভগবান’-এর জন্য। আমার জন্য নয়, আমি তাে জ্ঞানীপুরুষ। প্রশ্নকর্তা : কোন ভগবান ? দাদাশ্রী : ‘দাদা ভগবান’ যিনি চৌদ্দ লােকের প্রভু। উনি তােমাতেও আছেন, কিন্তু তােমাতে প্রকট হননি। তােমাতে অব্যক্তরূপে আছেন আর এখানে ব্যক্ত হয়েছেন। ব্যক্ত হয়েছেন, সেইজন্যে ফল দিতে পারেন। একবারও ওনার নাম নিলে কাজ উদ্ধার হয়ে যায়। চিনে নিয়ে বললে কল্যাণ হয়ে যাবে আর সাংসারিক বস্তুর জন্য কোন বাধা-বিঘ্ন থাকলে তাও দূর হয়ে যাবে। কিন্তু এতে লােভ করবে না কারণ লােভ করলে তার অন্ত কোনদিন আসবে না। দাদা ভগবান’ কে তা তুমি বুঝতে পারলে কি ? | যাকে দেখতে পাচ্ছাে তিনি ‘দাদা ভগবান’ নন। তুমি এই যা দেখতে পাচ্ছাে তাকেই ‘দাদা ভগবান মনে করাে, তাই তাে ? কিন্তু এই যাকে দেখছাে এ ভাদরনের পটেল। আমি ‘জ্ঞানীপুরুষ’ আর ‘দাদাভগবান’ তাে ভিতরে বসে আছেন। ভিতরে প্রকট হয়েছেন তিনিই, চৌদ্দ লােকের নাথ প্রকট হয়েছেন। ওনাকে আমি নিজে দেখেছি, স্বয়ং অনুভব করেছি। সেইজন্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে উনি ভিতরে প্রকট হয়েছেন। আর এইসব কথা কে বলছে ?‘টেপ রেকর্ডার’ কথা বলছে। কারণ ‘দাদা ভগবান’-এর বলার শক্তি নেই আর এই পটেল’ তাে টেপ রেকর্ডারএর আধারে বলছে। ভগবান’ আর ‘পটেল’দুজনে আলাদা সেইজন্য এখানে অহংকার করতে পারি না। এই ‘টেপ রেকর্ডার' বলে আর আমি তার জ্ঞাতাদ্রষ্টা থাকি। তােমারও টেপরেকর্ডারই বলে কিন্তু তােমার মনে ‘আমি বলছি' এরকম গর্বরস (অহংকার) উৎপন্ন হয়। নতুবা, আমাকেও ‘দাদা

Loading...

Page Navigation
1 ... 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56