________________
আমি কে ?
দাদাশ্রী : আমার কোন শিষ্য হবে না। এটা কোন গদী নয়। গদী হলে তবে না উত্তরাধিকারী থাকবে ! কেউ আত্মীয় বলে উত্তরাধিকারী হতে আসবে! এখানে তাে লােকে যাকে মেনে নেবে, তার-ই চলবে। যে সবার শিষ্য হবে, তার-ই কাজ হবে। যে লঘুতম হবে তাকেই জগৎ মেনে নেবে।
(১৩) আত্মদৃষ্টি হওয়ার পরে...
আত্মপ্রাপ্তির লক্ষ্মণ ! ‘জ্ঞান পাওয়ার আগে তুমি চন্দুভাই ছিলে, আর এখন জ্ঞান নেওয়ার পরে শুদ্ধাত্মা হলে তাে অনুভবে কিছু পার্থক্য মনে হচ্ছে ?
প্রশ্নকর্তা : আজ্ঞে হ্যা।। দাদাশ্রী : ‘আমি শুদ্ধাত্মা এই খেয়াল তােমার কতক্ষণ থাকে ? প্রশ্নকর্তা : একান্তে একা বসে থাকলে তখন থাকে।
দাদাশ্রী : হ্যা। ফের কোন ভাব থাকে ? তােমার ‘আমি চন্দুভাই’ এরকম ভাব কখনও হয় কি ? তােমার রিয়েলি ‘আমি চন্দুভাই এরকম ভাব কোনদিন হয়েছিল কি ?
প্রশ্নকর্তা : জ্ঞান নেওয়ার পরে হয়নি।
দাদাশ্রী :তাহলে তুমি শুদ্ধাত্মা-ই। মানুষের একটাই ভাব থাকতে পারে। মানে ‘আমি শুদ্ধাত্মা’ এটা তােমার মধ্যে নিরন্তর থাকে।
প্রশ্নকর্তা : কিন্তু অনেক সময় ব্যবহারে শুদ্ধাত্মার খেয়াল থাকে না।
দাদাশ্রী : তাে ‘আমি চন্দুভাই’ এরকম খেয়াল থাকে ? তিনঘণ্টা শুদ্ধাত্মার খেয়াল থাকল না, আর তিনঘণ্টা পরে যদি প্রশ্ন করি, তুমি কি চন্দুভাই ? না কি শুদ্ধাত্মা ? তাহলে কি বলবে ?
প্রশ্নকর্তা : শুদ্ধাত্মা।
দাদাশ্রী : মানে ওই খেয়াল ছিলই। এক শেঠ ছিল আর সে মদ খেয়েছে, সেই সময় সমস্ত খেয়াল তার চলে যাবে। কিন্তু মদের নেশা চলে গেলে তখন .... ?
প্রশ্নকর্তা : আবার জাগৃত হয়ে যাবে।