________________
আমি কে ?
আত্যন্তিক মোক্ষ হয়। কিন্তু প্রথম মোক্ষ তো এখানেই হওয়া দরকার। আমার মোক্ষ তো হয়েই গেছে! সংসারে থাকলেও সংসার স্পর্শ করবে না এরকম মোক্ষ হতে হবে। এই আক্রম – বিজ্ঞানে এরকম-ই হয়।
29
বেঁচে থাকতেই মুক্তি !
প্রশ্নকর্তা : এই যে মোক্ষ বা মুক্তি, তা কি বেঁচে থাকতে–ই হয়, না কি মরার পরে মুক্তি হয়।
দাদাশ্রী : মরার পরে মুক্তি কোন কাজে লাগবে ? মরার পরে মুক্তি হবে এরকম বলে লোককে ফাঁদে ফেলে। আরে, আমাকে এখানেই কিছু দেখাও না। কিছু তো আস্বাদ করাও, কিছু প্রমাণ তো দাও। ওখানে মোক্ষ হবে তার নিশ্চয়তা কোথায় ? এরকম ধার নেওয়া মোক্ষ নিয়ে আমি কি করবো ? ধার নেওয়াতে ফল পাওয়া যায় না। এইজন্য ক্যাশ (নগদ)–ই ভালো। আমাদের এখানে বেঁচে থাকতেই মুক্তি হওয়া চাই। যেমন জনক রাজার মুক্তি তুমি শোন নি।
প্রশ্নকর্তা : শুনেছি ।
অক্রম মার্গ কি ?
অক্রমজ্ঞান থেকে অদ্ভুত সিদ্ধি !
প্রশ্নকর্তা : কিন্তু এই সংসারে থেকে এরকম আত্মজ্ঞান পাওয়া যায়
কি ?
দাদাশ্রী : হ্যাঁ, এরকম রাস্তা আছে। সংসারে থেকেই শুধু নয়, স্ত্রীর সাথে থেকেও আত্মজ্ঞান পাওয়া সম্ভব। শুধুমাত্র সংসারে থেকেই নয়, পরন্তু ছেলে-মেয়ের বিয়ে দিয়ে, সমস্ত কর্ম করেও আত্মজ্ঞান হতে পারে। আমি সংসারে থেকেই এটা করিয়ে দিই। সংসারে, অর্থাৎ সিনেমা দেখতে যাওয়া ইত্যাদি সমস্ত প্রকারের ছাড় তোমাকে দিই। ছেলেমেয়ের বিয়ে দেবে আর ভাল জামাকাপড় পরে বিয়ে দেবে। এর চেয়ে বেশী আর কি গ্যারান্টি চাও ?