________________
আমি কে ?
প্রশ্নকর্তা : রাস্তা তাে এমনিতে সহজ, কিন্তু ওই সূক্ষ্মতর আর সূক্ষ্মতম-ও আলাদা হয় তবেই না ? সে তাে জ্ঞানী বিনা হবে না ?
দাদাশ্রী : হ্যা, সেটা জ্ঞানীপুরুষ দেখিয়ে দেবেন। এইজন্যেই তাে OTIST TOT, Separate l' and “My' with Gnani's separator. Si সেপারেটর-কে শাস্ত্রকার কি বলেন ? ভেদজ্ঞান বলেন। ভেদজ্ঞান ছাড়া তুমি কিভাবে আলাদা করবে ? কোন কোন বস্তু তােমার আর কি কি তােমার নয়, এ সম্পর্কে তােমার ভেদজ্ঞান নেই। ভেদজ্ঞান মানে এইসব ‘আমার' এবং ‘আমি’ এদের থেকে আলাদা। এইজন্যে জ্ঞানীপুরুষের কাছে, ওনার সান্নিধ্যে থাকলে ভেদজ্ঞান প্রাপ্ত হবে আর আমার (I’ আর My') সেপারেট হয়ে যাবে।
I’ আর ‘My -এর ভেদ করলে এটা খুব সহজ নয় কি ? আমি এই উপায় বলেছি, এইভাবে চললে অধ্যাত্ম সহজ না কঠিন ? নয়তাে এই কালে জীবের তাে শাস্ত্র পড়তে পড়তেই দম বেরিয়ে যাবে। প্রশ্নকর্তা : বােঝার জন্যে তাে আপনার মতাে কাউকে দরকার হবে ?
দাদাশ্রী : হ্যা, দরকার হবে। জ্ঞানীপুরুষ তাে অনেক হন না! কিন্তু যখন যে সময়ে আছেন তখন আমাদের নিজেদের কাজ করে নিতে হবে। জ্ঞানীপুরুষের সেপারেটর’ এক-আধ ঘণ্টার জন্যে নিয়ে নেবে, ওর কোন ভাড়া-টাড়া হয়না। ওটা দিয়ে সেপারেট করে নেবে। এতে I’ আলাদা হলেই তাে কাজ হয়ে গেল। সমস্ত শাস্ত্রের সার এটাই।
আত্মা হতে হলে তাে আমার’ ‘My’ সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে। জ্ঞানীপুরুষকে ‘My দিয়ে দিলে তােমার কাছে শুধুমাত্র ‘I’ থাকবে। I’ with My -এর নাম জীবাত্মা। আমি আছি আর এরা সব আমার’ –এটা জীবাত্মা দশা আর ‘আমি-ই আমি আর আমার কিছু নয়’ –এটা পরমাত্মা দশা। অর্থাৎ ‘My -এর কারণেই মােক্ষ হয় না। ‘আমি কে' এই জ্ঞান হওয়ার পর ‘My চলে যায়। My’ চলে গেলে তাে সবকিছুই চলে যায়।