________________
আমি কে ?
14
| My’ ইজ রিলেটিভ ডিপার্টমেন্ট এণ্ড I’ ইজ রিয়েল। অর্থাৎ ‘I’ টেম্পােরারি হয় না, I’ ইজ পারমানেন্ট। My’ ইজ টেম্পােরারি। মানে তােমাকে I' খুঁজে বার করতে হবে।
(৪) সংসারে উপরওয়ালা কে ?
জ্ঞানী-ই ‘আমি’-র পরিচয় করান। প্রশ্নকর্তা : ‘আমি কে' এটা জানার যে কথা, তা সংসারে থেকে কিভাবে সম্ভব হবে ?
| দাদাশ্রী : তাে কোথায় থেকে জানবে ? সংসার ছাড়া আর কোন জায়গা আছে কি যেখানে থাকতে পারবে ? এই জগতে সবাই সংসারী আর সবাই সংসারে থাকে। এখানেই ‘আমি কে তা জানতে পারা যায়। ‘তুমি কে’ তা বােঝার বিজ্ঞান এখানেই আছে। এখানে এসাে, আমি তােমাকে পরিচয় করিয়ে দেব।
আর এই যে আমি তােমাকে যত প্রশ্ন করি, তাতে আমি একথা বলি না যে তুমি এই সমস্ত কর। তােমার পক্ষে সম্ভব হবে এরকম নয়। আমি তােমাকে কি বলছি যে আমি তােমার সব করে দেব। সে জন্যে তুমি চিন্তা কর না। প্রথমে এটা তাে বুঝে নাও যে বাস্তবে ‘আমি’ কি আর কি জানার যােগ্য ? সঠিক কথা কি ? কারেক্টনেস কি ? দুনিয়া কি ? এরা সমস্ত কারা ? পরমাত্মা কি ?
| পরমাত্মা আছেন কি ? পরমাত্মা অবশ্যই আছেন এবং উনি তােমার কাছেই আছেন। বাইরে কোথায় খুঁজছাে ? কিন্তু কেউ আমাকে এই দরজা খুলে দিলে তবে তাে দর্শন করতে পারব! এই দরজা এমনভাবে বন্ধ হয়ে গেছে যে কেউ নিজে থেকে খুলতে পারে তা হওয়ার নয়। এতাে যিনি নিজে পার হয়েছেন এমন তরণ-তারণ জ্ঞানীপুরুষের-ই কাজ।