________________
আমি কে ?
_16
কি সম্পর্ক ? ব্যবসা কিসের আধারে চলে ? আমি কর্তা না কি অন্য কেউ কর্তা ? এ সব জানার তাে দরকার আছে না কি ?
প্রশ্নকর্তা : আজ্ঞে হ্যা।
দাদাশ্রী : এইজন্যে এতে প্রথমে তুমি কি জানতে চাও, তার প্রসঙ্গ দিয়েই শুরু করছি। জগৎ কে রচনা করেছে, তােমার কি মনে হয় ? কে এই অশান্তিপূর্ণ জগৎ রচনা করেছে ? তােমার কি মত?
প্রশ্নকর্তা : ভগবান-ই রচনা করেছেন হয়তাে।
দাদাশ্রী : তাে তাহলে সমস্ত সংসারকে চিন্তাতে কেন রেখেছেন ? চিন্তারহিত কোন অবস্থাই নেই।
প্রশ্নকর্তা : সব লােক তাে চিন্তাই করে।।
প্রশ্নকর্তা: হা, কিন্তু উনি এই সংসার রচনা করেছেন তাে চিন্তাযুক্ত কেন করেছেন ? ওনাকে সি.বি.আই.পাঠিয়ে ধরিয়ে দাও। কিন্তু ভগবান দোষী নন! এ তাে লােকে ওনাকে দোষী সাব্যস্ত করেছে।
বাস্তবে তাে, গড় ইজ নট ক্রিয়েটর অফ দিস্ ওয়ার্লর্ড অ্যাট অল।। ওনলি সায়েন্টিফিক সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স-ই আছে। অর্থাৎ এ সমস্ত তাে প্রাকৃতিক রচনা। একে গুজরাতীতে আমি ‘ব্যবস্থিত শক্তি’ বলি। এ খুব সূক্ষ্ম কথা।
| ওকে মােক্ষ বলেই না! ছােট বাচ্চা যে সে-ও বলে ‘ভগবান রচনা করেছেন। বড়-বড় সাধু-সন্তরাও বলেন ‘ভগবান রচনা করেছেন। এই কথা লৌকিক, অলৌকিক (রিয়েল) নয়।
ভগবান যদি ক্রিয়েটর হতেন তাে উনি সর্বদা আমাদের উপরওয়ালা থাকতেন আর মােক্ষ বলে কোন বস্তু হত না। কিন্তু মােক্ষ আছে। ভগবান ক্রিয়েটর নন। মােক্ষ যারা বােঝে তারা ভগবানকে ক্রিয়েটর মনে করে না। ‘মােক্ষ’ আর ‘ভগবান ক্রিয়েটর' এ দুটো পরস্পর বিরােধী কথা।