________________
আমি কে ?
19
মনের অনুকূল সিদ্ধান্ত !
কত সমস্ত সংযোগ একত্র হলে তবেই কোন কার্য হয়, অর্থাৎ এটা সায়েন্টিফিক সারকামস্ট্যানসিয়াল এভিডেন্স। এত ইগোইজম করে ‘আমি করেছি' বলে চিৎকার করতে থাকে। কিন্তু ভাল হলে ‘আমি করেছি' আর খারাপ হলে ‘আমার সংযোগ এখন ঠিক নেই' এরকম বলে না লোকে ? সংযোগ তো লোকে মেনে নেয় ?
প্রশ্নকর্তা : হ্যাঁ ।
দাদাশ্রী : উপার্জন হলে তার গর্বরস নিজে চাখে আর যখন লোকসান হয় তখন কিছু বাহানা বানাতে থাকে। আমি যদি বলি, ‘শেঠজী, এখন এরকম কি করে হল ?” তখন বলবে, ‘ভগবান রুষ্ট হয়েছেন।'
প্রশ্নকর্তা : মনের অনুকূল সিদ্ধান্ত হয়ে গেল।
দাদাশ্রী : হ্যাঁ, মনের অনুকূল, কিন্তু এরকম দোষারোপ ওনার প্রতি (ভগবানের প্রতি) করা অনুচিৎ। উকিলের উপর দোষ চাপায় বা অন্য কারোর উপর দোষ চাপায় সেটা তবু ঠিক আছে। কিন্তু ভগবানের উপর দোষ চাপানো যায় কি ? উকিল তো নালিশ ঠুকে হিসাব চাইবে কিন্তু এর নালিশ কে করবে ? এর ফলে তো পরের জন্মে ভয়ংকর (সংসার) বন্ধনে আবদ্ধ হতে হবে। ভগবানের উপর দোষ চাপানো যায় কি ?
প্রশ্নকর্তা : না, যায় না।
দাদাশ্রী : নয়তো বলবে ‘স্টার্স ফেভারেবল্ (গ্রহ অনুকূল) নয়।' অথবা বলবে ‘অংশীদার লোক ভাল নয়।' নাহলে ‘পুত্রবধূ দুর্ভাগ্য নিয়ে এসেছে' এরকমও বলে। কিন্তু নিজের মাথায় নেবে না। নিজের উপর কখনো দোষ চাপাবে না। এই প্রসঙ্গে আমার একজন বিদেশীর সাথে কথা হয়েছিল। সে জিজ্ঞাসা করেছিল, ‘আপনাদের ইণ্ডিয়ান লোকেরা দোষ নিজের উপর নেয় না কেন ?' আমি বললাম, ‘এটাই ইণ্ডিয়ান পাজল। ইণ্ডিয়ার সব থেকে বড় পাজ (সমস্যা) যদি কিছু থাকে তো এটাই।