________________
আমি কে ?
কিন্তু এ’তো বিনা এন্ড-এর জগৎ । বিগিনিং হয়নি তো এন্ড কোথা থেকে হবে ? এ’তো অনাদি-অনন্ত। যার বিগিনিং হয়নি তার কোন রচয়িতা নেই, এরকম মনে হয় না কি ?
18
ভগবানের সঠিক ঠিকানা
তখন এই ফরেন-এর সায়েন্টিস্টরা জিজ্ঞাসা করলো, ‘তাহলে কি ভগবান নেই ?' তাতে আমি বললাম, ‘ভগবান না থাকলে এই জগতে যে সমস্ত ভাবনা আছে, সুখ-দুঃখের যে অনুভূতি হয়, তার কোন অনুভব-ই থাকত না। সুতরাং ভগবান অবশ্যই আছেন। ওঁরা আমাকে প্রশ্ন করলেন, “ভগবান কোথায় থাকেন?' আমি বললাম, ‘আপনাদের কোথায় মনে হচ্ছে ? ওনারা বললেন, “উপরে'। আমি জিজ্ঞাসা করলাম, ‘উনি উপরে কোথায় থাকেন ? ওনার গলির নম্বর কি ? কোন গলি তা আপনারা জানেন কি ? চিঠি পৌঁছাবে এরকম সঠিক অ্যাড্রেস আছে আপনাদের কাছে ? উপরে তো কোন বাপ-ও নেই। সমস্ত জায়গা আমি ঘুরে এসেছি। সবাই বলতো উপরে আছেন, উপরের দিকে অঙ্গুলি নিৰ্দেশ করতো। এতে আমার মনে হয়েছিল যে সবাই যখন বলছে তখন উপরে কিছু থাকা সম্ভব। এইজন্যে আমি উপরে সব জায়গা খুঁজে এসেছি কিন্তু উপরে তো শুধু আকাশ-ই আছে, উপরে কাউকে পাইনি। উপরে তো কেউ থাকে না। তখন ওই ফরেন-এর সায়েন্টিস্টরা আমাকে বললেন, ‘ভগবানের সঠিক অ্যাড্রেস বলবেন কি ?' আমি বললাম, “লিখে নিন । গড ইজ্ ইন্ এরি ক্রিয়েচার, হোয়েদার ‘ভিজিল্’ অর ‘ইনভিজিল্’, নট্ ইন ক্রিয়েশন।' (ভগবান দৃশ্য বা অদৃশ্য সমস্ত জীবের মধ্যে বিদ্যমান, কিন্তু মানব-নির্মিত কোন বস্তুতে নয়।)'
এই টেপরেকর্ডার-কে ‘ক্রিয়েশন' বলে। যত ম্যান-মেড (মানবনির্মিত) বস্তু আছে, মানুষের বানানো বস্তু আছে, তাতে ভগবান নেই । যা প্রকৃতির রচনা তাতে ভগবান আছেন।