________________
আমি কে ?
21
দাদাশ্রী : তুমি-ই এসেছো, নয় কি ? যদি পা ব্যাথা করে তবুও কি
আসবে ?
প্রশ্নকর্তা : আমার নিজের ইচ্ছে ছিল আসার, সেইজন্যে এসেছি । দাদাশ্রী : হ্যাঁ, তোমার ইচ্ছে ছিল সেইজন্যে এসেছো। কিন্তু এই পা ইত্যাদি সব ঠিকঠাক ছিল বলেই না আসতে পেরেছো ? ঠিক যদি না থাকতো তা হলে ?
প্রশ্নকর্তা : তবে তো আসতে পারতাম না,
ঠিক কথা—ই।
দাদাশ্রী : মানে তুমি একা আসতে পারতে ? যেমন এক ব্যক্তি রথে চড়ে এখানে এসেছে আর বলছে, ‘আমি এসেছি, আমি এসেছি।' আমি প্রশ্ন করলাম ‘তোমার পায়ে তো প্যারালিসিস হয়েছে, তুমি এলে কি করে?' তাতে বললো 'রথে চড়ে এসেছি। কিন্তু আমি-ই এসেছি, আমি-ই এসেছি।' আরে! কিন্তু রথ এসেছে কি তুমি এসেছো ? তখন বললো ‘রথ এসেছে।' ফের আমি প্রশ্ন করলাম যে ‘রথ এসেছে কি বলদ এসেছে ?'
অর্থাৎ কথা কোথাকার আর এ কোথায়! কিন্তু দ্যাখো, উল্টো বুঝে নিয়েছে কি না! সমস্ত সংযোগ অনুকূল হলে তবেই আসতে পেরেছো, নয়তো আসতে পারতে না।
মাথায় যন্ত্রণা হলে তুমি এলেও আবার ফিরে যাবে কি না ? আমি–ই যদি আসা যাওয়া করছি তো মাথা যন্ত্রণার অজুহাত তো দিতে পারি না ? আরে, তখন মাথা এসেছিল কি তুমি এসেছিলে ? আর রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় আর সে বলে, ‘চলুন চান্দুলাল আমার সাথে’ তাহলেও তো তুমি ফিরে চলে যাবে। সংযোগ অনুকূল হলে, এখানে পৌঁছানো পর্য্যন্ত কেউ বাধা দেওয়ার না থাকলে তবেই তুমি আসতে
পারবে।
নিজের সত্ত্বা কতখানি ?
তুমি তো কখনও খাও-ই নি! এ সমস্ত তো চন্দুলাল খায় আর