Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 23
________________ আমি কে ? তুমি মনে করাে যে তুমি খাচ্ছ। চন্দুলাল খায় আর চন্দুলাল মলত্যাগ-ও করে। অকারণে এতে ফেঁসে আছে। তুমি এটা বুঝতে পারলে ? প্রশ্নকর্তা : বুঝিয়ে দিন। দাদাশ্রী : এই সংসারে এমন কোন মানুষ জন্মায়নি যার মলত্যাগ করতে যাওয়ারও স্বতন্ত্র সত্ত্বা আছে। মলত্যাগ করারও স্বতন্ত্র সত্ত্বা নেই কারাে কাছে তাে আর কোন সত্ত্বা থাকবে ? এ তাে যতক্ষণ পর্যন্ত তােমার ইচ্ছানুসারে অল্প-বিস্তর হয় তখন মনে করে নাও যে তােমার দ্বারাই সব কিছু হচ্ছে। যখন আটকে যায় তখন বুঝতে পারাে। | আমি ‘ফরেন-রিটার্ন’ ডাক্তারদের দশ-বারােজনকে এখানে ডেকেছিলাম, বড়ােদা-তে। তাদেরকে আমি বললাম, ‘মলত্যাগ করার ও স্বতন্ত্র সত্ত্বা আপনাদের নেই। এতে ওঁরা হতচকিত হয়ে গেলেন। আবার বললাম, ও তাে যখন আটকে যাবে তখন বুঝতে পারবেন তখন ওখানে কারাের হেল্প নিতে হবে। সুতরাং আপনার স্বতন্ত্র সত্ত্বা এতে নেই। এ তাে ভুল করে প্রকৃতির শক্তিকে নিজের শক্তি বলে মেনে নিয়েছেন। পরসত্ত্বাকে নিজের সত্ত্বা বলে মেনে নেওয়া, এরই নাম ভ্রান্তি। এই কথা কিছু বুঝতে পারলে তুমি ? দু-আনা চার-আনা বুঝলে কি ? প্রশ্নকর্তা : হা, বুঝতে পারছি। দাদাশ্রী : এইটুকু বুঝতে পারলে তাে সমাধান হয়ে যাবে। এই লােকেরা বলে না যে, আমি এত তপ করলাম, এইরকম জপ করলাম, উপবাস রাখলাম’ এ সমস্তই ভ্রান্তি। তবুও জগৎ তাে যেমন আছে তেমন-ই থাকবে। অহংকার না করে থাকবেই না। স্বভাব আছে । কর্তা, নৈমিত্তিক কর্তা— প্রশ্নকর্তা : যদি বাস্তবে আমি কর্তা নই তাহলে কর্তা কে ? তার স্বরূপ কি রকম ? দাদাশ্রী : আসলে নৈমিত্তিক কর্তা তাে তুমি স্বয়ং নিজেই। নিজে

Loading...

Page Navigation
1 ... 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56