________________
আমি কে ?
ক্রিয়েটর তো সর্বদা উপকারী হবেন আর উপকার করছেন বলে শেষ পর্যন্ত উপকারী হয়েই থাকবেন ।
17
তো ভগবানকে কে রচনা করেছে ?
ভগবান রচনা করেছেন, এ কথা যদি আমি অলৌকিক পরিভাষায় বলি তো ‘লজিক’–ওয়ালা (যুক্তিবাদী) লোকে আমাকে প্রশ্ন করবে যে, ‘ভগবানকে কে রচনা করেছে ?' এইজন্যে প্রশ্ন ওঠে। লোকে আমাকে বলে, ‘আমাদের মনে হয়, ভগবান-ই জগতের কর্তা। আপনি তো অস্বীকার করেন। কিন্তু আপনার কথা মেনে নিতে পারছি না।' তখন আমি প্রশ্ন করি যে যদি আমি স্বীকার করে নিই যে ভগবান–ই কর্তা, তো সেই ভগবানকে কে রচনা করেছেন ? সেটা তুমি আমাকে বলো। আর সেই রচনাকর্তাকে কে রচনা করেছে ? কেউ কর্তা হলে তারও তো কর্তা থাকতে হবে, এটা ‘লজিক’-এ বলে। তাহলে তো এর কোন এণ্ড (অন্ত)-ই হবে না। সেইজন্য একথা ভুল।
জগতের না আদি, না তো অন্ত !
মানে কারোর রচনা ছাড়া–ই সৃষ্টি হয়েছে, কেউ এর রচনা করেনি। কেউ রচনা করেনি, তাই এখন আমি কাকে এর সম্বন্ধে প্রশ্ন করবো ? আমিও খুঁজে বেড়াতাম যে কে এরজন্যে দায়ী যে এত ঝামেলা তৈরি করেছে ? আমি সমস্ত জায়গা খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি।
এ
আমি ‘ফোরেন’–এর সায়েন্টিস্টদের বলেছি যে, ‘গড ক্রিয়েটর, কথা প্রমাণ করার জন্যে আপনারা আমার সাথে আলোচনা করুন। উনি যদি ক্রিয়েটর হন তা হলে কত সালে ক্রিয়েট করেছেন বলুন।' তখন ওঁরা বললেন, ‘সাল আমাদের জানা নেই। ' আমি প্রশ্ন করেছি ‘কিন্তু এর বিগিনিং ছিল কি ছিলনা ?' তখন বললেন, 'হ্যাঁ, বিগিনিং ছিল।' ক্রিয়েটর বললে তো বিগিনিং থাকবেই। যার বিগিনিং আছে তার অন্ত-ও থাকবে।