________________
আমি কে ?
15
নিজের-ই ভুল নিজের উপরওয়ালা! ভগবান তাে তােমার স্বরূপ। তােমার কোন উপরওয়ালা নেই। কোন বাপ-ও উপরে নেই। তােমাকে কেউ কিছু করারও নেই। তুমি স্বাধীন, কেবলমাত্র নিজের ভুলের কারণে তুমি বাঁধা পড়ে আছ।
তােমার উপরে কেউ নেই আর কোন জীব তােমার ব্যাপারে দখল দিতে (হস্তক্ষেপ করতে) পারে না। এত সমস্ত জীব আছে কিন্তু কোন জীবের তােমাতে দখল নেই। আর এই সমস্ত লােক যদি কিছু হস্তক্ষেপ করে তা তােমার ভুলের কারণেই করে। তুমি যে পূর্বে দখল করেছিলে, এ হল তার-ই ফল। এ আমি নিজে দেখে বলছি।।
আমি এই দুই বাক্যে গ্যারান্টি দিচ্ছি, এতে মানুষ মুক্ত থাকতে পারবে। আমি বলছি যে,
| ‘তােমার উপরে দুনিয়াতে কেউ নেই। তােমার উপরে তােমার ব্লাণ্ডার্স আর তােমার মিসটেকস্ আছে। এই দুটো না থাকলে তুমি পরমাত্মা-ই।
আর তােমাতে কারাের এতটুকুও দখল নেই। কোন জীব অন্য কোন জীবকে কিঞ্চিৎমাত্র দখল করতে পারে এরকম স্থিতিতেই নেই, এমনই এই জগৎ।
এই দুই বাক্যে সবকিছুর সমাধান এনে দেয়।
(৫) জগৎ কর্তা কে ?
জগৎ কর্তার বাস্তবিকতা! ফ্যাক্ট বস্তু না জানার কারণেই সব আটকে আছে। এখন তুমি যা জানাে তাই জানবে নাকি যা জানাে না তা জানবে ?
জগৎ কি ? কিভাবে সৃষ্টি হল ? কে রচনা করল ? আমার এই জগতের সাথে কি দেনা-পাওনা ? আমার সাথে আমার আত্মীয়দের-ই বা