________________
আমি কে ?
দাদাশ্রী : আমার বুদ্ধি বলো তো ?
প্রশ্নকর্তা : হ্যাঁ ।
দাদাশ্রী : আমার চিত্ত বলো কি না ?
12
প্রশ্নকর্তা : হ্যাঁ ।
দাদাশ্রী : আর ‘মাই ইগোইজম' বলো কি ‘আই অ্যাম ইগোইজম’ বলো ?
প্রশ্নকর্তা : ‘মাই ইগোইজম'।
দাদাশ্রী : ‘মাই ইগোইজ্জ্ম' বললে তাকে আলাদা করতে পারবে। কিন্তু এর আগে যা আছে তাতে তোমার অংশ কতটা তা তুমি জানো না । সেইজন্যে সম্পূর্ণরূপে সেপারেশন হয়না। তুমি তোমার কিছু দূর পর্য্যন্তই জানতে পারবে। তুমি স্থূল বস্তুকে জানো, সূক্ষ্মের পরিচয় তোমার হয়নি। সূক্ষ্মকে আলাদা করা, আবার সূক্ষ্মতরকে আলাদা করা, ফের সূক্ষ্মতমকে আলাদা করা তো জ্ঞানীপুরুষের-ই কাজ।
হবে।
কিন্তু এক-এক করে সমস্ত স্পেয়ারপার্টস বাদ দিতে থাকলে তো ‘I’ আর ‘My’, এই দুটি আলাদা হতে পারে, নয় কি ? ‘I’ এবং ‘My’ আলাদা করলে শেষে কি অবশিষ্ট থাকবে ? ‘My’–কে একদিকে রাখলে কি পড়ে থাকলো ?
প্রশ্নকর্তা : ‘I’।
দাদাশ্রী : ওই ‘I’–ই তুমি। ব্যস, ওই ‘I’–কেই রিয়েলাইজ করতে
প্রশ্নকর্তা : তো সেপারেট করে এটা বুঝতে হবে কিযে যা অবশিষ্ট থাকল সেটা ‘আমি' ?
দাদাশ্রী : হ্যাঁ, সেপারেট করার পরে যা অবশিষ্ট থাকল তা তুমি ‘স্বয়ং’, ‘I’ তুমি স্বয়ং-ই। ওর খোঁজ করতে হবে নাকি ? অর্থাৎ এটা সহজ রাস্তা, নয় কি ? ‘I’ আর ‘My’ কে আলাদা করলে ?