Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 11
________________ আমি কে ? দাদাশ্রী : ‘আমি’ ‘আমি’-র স্থানে বসলে অহংকার হয় না। কিন্তু ‘আমি’ মূল স্থানে নেই, আরােপিত স্থান থেকে ‘আমি’ সরে যায় আর মূল স্থানে বসে যায়, তাহলে অহংকার চলে গেছে বুঝবে। অর্থাৎ ‘আমি’ কে বের করতে হবে না, ‘আমি’ কে ওর এজাক্ট প্লেস (যথার্থ স্থান)-এ রাখতে হবে। ‘স্বয়ং’ স্বয়ং থেকেই গুপ্ত। এ’তাে অনন্ত জন্ম থেকে স্বয়ং ‘স্বয়ং’থেকে গুপ্ত থাকার প্রচেষ্টা চলে আসছে। স্বয়ং ‘স্বয়ং’ থেকে গুপ্ত থাকে আর অন্যের সব কিছু জানে, এটা আশ্চৰ্য্যই নয় কি! স্বয়ং ‘স্বয়ং’ থেকে কত সময় অবধি গুপ্ত থাকবে ? কতদিন থাকবে ? ‘আমি কে' এটা জানার জন্যেই এই জন্ম। মনুষ্যজন্ম এই কারণে যে ‘আমি কে’ তার সন্ধান করতে পারবে। নয়তাে ততদিন পর্যন্ত ঘুরে মরতে হবে। আমি কে' এই কথা জানতে হবে নাকি ? তুমি ‘স্বয়ং কে তা জানতে হবে কি হবে না ? | (৩) I’ আর ‘My কে পৃথক করার প্রয়ােগ! CANCIO, 'I' and 'My Grace Th TOTI TT CT, separate ‘l' and My’ with separator, তাে তুমি I’ আর ‘My’ -কে সেপারেট করতে পারবে কি ? I’ আর My’ -কে সেপারেট করা দরকার কি না ? জগতে কখনও না কখনও জানতে হবে না কি ? সেপারেট I and My। যেমন দুধের জন্যে সেপারেটের হয়, যা দিয়ে ওর থেকে মালাই সেপারেট (আলাদা) করতে পারে ? তেমনি এটাও আলাদা করতে হবে। | তােমার কাছে ‘My’ বলে কোন বস্তু আছে ? I'একাই আছে কি My সাথে আছে ? প্রশ্নকর্তা : ‘My তাে সাথে থাকবেই! দাদাশ্রী : কি কি ‘My’ আছে তােমার কাছে ?

Loading...

Page Navigation
1 ... 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56