Book Title: Who Am I Bengali
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 12
________________ আমি কে ? প্রশ্নকর্তা : আমার বাড়ী আর বাড়ীর সমস্ত বস্তু। দাদাশ্রী : সব-ই তােমার বলবে ? আর ওয়াইফ কার বলা হবে ? প্রশ্নকর্তা : ও আমার-ই। দাদাশ্রী : আর বাচ্চারা কার ? প্রশ্নকর্তা : ওরাও আমারই। দাদাশ্রী : আর এই ঘড়ি কার ? প্রশ্নকর্তা : ওটাও আমার।। দাদাশ্রী : আর এই হাত কার ? প্রশ্নকর্তা : হাত-ও আমারই। দাদাশ্রী : তাহলে আমার মাথা, আমার শরীর, আমার পা, আমার কান, আমার চোখ এরকম বলবে। এই শরীরের সমস্ত বস্তুকে আমার বলছাে তাে আমার যে বলছে সেই তুমি কে ? এটা ভেবে দ্যাখােনি? My’ নেম ইজ চন্দুলাল' বলবে, আবার বলবে আমি চদুলাল', এদের মধ্যে কোন বিরােধাভাস মনে হচ্ছে না কি ? প্রশ্নকর্তা :মনে হচ্ছে। দাদাশ্রী : তুমি চন্দুলাল, কিন্তু এতে ‘I' and 'My’ দুই-ই আছে। এই ‘Iand My’ দুই রেললাইন আলাদাই হয়। প্যারালাল-ই থাকে, কখনাে এক হয়ে যায় না। তবু তুমি এদের এক মনে করাে। এটা বুঝে নিয়ে ‘My’- কে সেপারেট করে দাও। তােমার মধ্যে যে ‘My আছে। তাকে একপাশে রাখাে। “My’ হার্ট তাে তাকে একপাশে রাখাে। এই শরীর থেকে আর কি কি সেপারেট করতে হবে ? প্রশ্নকর্তা : পা, ইন্দ্রিয়সমূহ। দাদাশ্রী : হ্যা, সমস্ত। পাঁচ ইন্দ্রিয়, পাঁচ কর্মেন্দ্রিয় সমস্ত-ই। আর তাছাড়া মাই মাইণ্ড' বলাে কি ‘আই অ্যাম মাইণ্ড' বলাে ? প্রশ্নকর্তা : ‘মাই মাইণ্ড' বলি।

Loading...

Page Navigation
1 ... 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56