________________
আমি কে ?
মধ্যেও যায়না! আবার লােকে তােমার বিবাহ করিয়ে তােমাকে বলবে তুমি এই মহিলার স্বামী।' এইজন্যে তুমি আবার স্বামীত্বকে মেনে নাও। ফের ‘আমি এর স্বামী, আমি এর স্বামী’ বলতে থাকো। কেউ চিরকালের জন্যে স্বামী হয় কি ? ডিভাের্স হওয়ার পরের দিন কি ওর স্বামী থাকবে ? অর্থাৎ এই সমস্ত রং বিলীফ তৈরী হয়ে গেছে।
‘আমি চন্দুলাল’ এটা রং বিলীফ। আবার এই মহিলার স্বামী' এটা দ্বিতীয় রং বিলীফ। “আমি বৈষ্ণব' এটা তৃতীয় রং বিলীফ। আমি উকিল এটা চতুর্থ রং বিলীফ। আমি এই ছেলেটির পিতা’ এ হল পঞ্চম রং বিলীফ। এর মামা’ ষষ্ঠ রং বিলীফ। আমি ফরসা’ এটা সপ্তম রং বিলীফ। ‘আমার বয়স পঁয়তাল্লিশ বছর’ এ হল অষ্টম রং বিলীফ। আমি এর অংশীদার’ এও রং বিলীফ। আমি ইনকাষ্ট্যাক্স পেয়ার’ এরকম যদি বলাে, তাও রং বিলীফ। এরকম কত রং বিলীফ তৈরী হয়ে গেছে ?
| ‘আমি’-র স্থান পরিবর্তন। ‘আমি চন্দুলাল’ এটা অহংকার। কেননা যেখানে ‘আমি নেই সেখানে ‘আমি’-কে আরােপিত করা, তারই নাম অহংকার।
| প্রশ্নকর্তা: ‘আমি চন্দুলাল’ বললে তাতে অহংকার কি করে এলাে ? ‘আমি এই, আমি সেই’ এরকম বললে সেটা আলাদা কথা, কিন্তু সহজভাবে বললে তাতে অহংকার কিভাবে এলাে ?
| দাদাশ্রী : সহজভাবে বললে কি অহংকার চলে যায় ? ‘আমার নাম চন্দুলাল’ এরকম স্বাভাবিকভাবে বললেও তা অহংকার-ই। কারণ তুমি যা তা জানাে না আর ‘যা নয়’ তার-ই আরােপন করাে ; এ সমস্ত অহংকারই।
‘তুমি চন্দুলাল’ তা হল ড্রামাটিক (নাটকীয়) বস্তু। অর্থাৎ ‘আমি চন্দুলাল' এ কথা বলতে অসুবিধা নেই কিন্তু আমি চন্দুলাল' এই বিলীফ থাকা চলবে না।।
প্রশ্নকর্তা : হ্যা, নয়তাে ‘আমি’ পদ এসে গেল।