________________
পরীষহ অধ্যয়ন
৯। চরিয়াপরীসহে = চর্যাপরীষহ = গ্রামাহুগ্রাম ভ্রমণ করিতে যে কষ্ট হয় তাহা ।
১০। নিসাঁহিয়া পরীসহে = নৈষেধিকীপরীষহ = অবস্থান করিবার বা স্বাধ্যায়াদি করিবার স্থানের জন্য যে কষ্ট ।
১১। সিজ্জাপরীসহে=শয্যাপরীষহ =শয়ন করিবার স্থানের জন্য যে কষ্ট । ১২। অক্কোসপরীসহে = আক্রোশপরীষহ=কোন ব্যক্তি কর্তৃক ভৎ সিত বা তিরস্কৃত হইলে যে কষ্ট ।
১৩। বহপরীসহে=বধপরীষহ= কোন ব্যক্তি কর্তৃক আঘাত বা তাড়না প্রাপ্ত হইলে যে কষ্ট ।
১৪। জায়ণাপরীসহে = যাচনাপরীষহ = কোনও বস্তু কাহারও নিকট প্রার্থনা করিতে যে মানসিক গ্লানি ৷
১৫। অলাভপরীসহে = অলাভপরীষহ = অভিলষিত বস্তু প্রাপ্ত না হইলে যে কষ্ট ৷
২৩
১৬। রোগপরীসহে = রোগপরীষহ = রোগোৎপন্ন হইলে যে কষ্ট । ১৭। তণফাসপরসহে = তৃণস্পর্শ পরীষহ = ভ্রমণ করিবার সময় বা বসিবার সময় তৃণ বা কণ্টকাদি দ্বারা যে কষ্ট।
১৮। জলপরীসহে= মলপরীষহ = শরীরে মলাদি সঞ্চিত হইলে তজ্জনিত যে কষ্ট ৷
১৯। সক্কারপুরক্কারপরীসহে=সৎকারপুরষ্কারপরীষহ=সৎকৃত বা পুরস্কৃত হইলে অভিমান করা অথবা সৎকৃত পুরষ্কৃত না হইলে দুঃখ করা রূপ পরীষহ ।
২০। পদ্মাপরীসহে= প্রজ্ঞাপরীষহ = বিশেষ জ্ঞান হইলে অন্যকৃত প্রশংসাদি দ্বারা অভিভূত হওয়া বা গর্বানুভব করা রূপপরীষহ ।
২১। অন্নাণপরীসহে = অজ্ঞানপরীষহ = জ্ঞানাভাবের জন্য দুঃখ করা রূপ
পরীষহ।
২২। দংসণপরীসহে = দর্শনপরাষহ = অন্য ধর্মের মত শ্রবণ করিয়া স্বধর্ম হইতে বিচলিত হওয়াকে দর্শনপরীষহ কহে ।
পরীসহাণং পবিভত্তী, কামবেণং পবেইয়া ৷ তং ভে উদাহরিস্সামি, আণুপুৰ্ব্বিং সুণেহ মে ॥১॥