Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 23
________________ উ 36, 412] গোবিধ সেই মূর্ষ অপবব জয় নানা প্রকার র কম করিয়া থাকে। তাহার ফলে দুখে অভিভূত হইয়া বিপর্যপ্ত হয়। 6aa মুনি (তীর্থঙ্কল) যথার্থই বলিযাছেন যে- রসাগবে অনুত্তীণ ইহাবা ভবদধি উত্তীর্ণ হইতে পারে না, অতীয়গামী ইহারা স সাক্ষণার তীরে গমন করিতে পারে না, পারগামী ইহারা সসারসাগর অপর তীব গমন কৰিত অসমর্শ। কেহ কেহ উপদেশ লাভ করিয়াও উপদিষ্ট বিষয স্থিৰ থাকিতে পারে না। বিবেকহীন ব্যক্তি মিথ্যা উপাদশ প্রাপ্ত হইয়া সেই উপদেশই পান কর। দ্রষ্টা পুরুষের কোন উপদেশেই প্ৰযেমন নাই। অ, মােহ এব কামাস ব্যক্তির দুখ শমিত হয় না, সেই দু ৰী শক্তি দুধের চাক পুন’ পুরু আবর্তিত হয—ইহাই আমি বণিতেছি। চতুর্থ উদ্দেশক 1 / কখনও সেই বিষয়াসক্ত ব্যক্তির কোণ উৎপন্ন হয়। যে আত্মীয়স্বজনের সহিত সে বাস করিয়া আসিযাছে, সেই ব্যক্তিশণ প্রথম হইতেই তাহাকে অবহেশা করে, অথবা পার সে নিজেই মাগিকে অবগণনা করিয়া থাকে। ( যাই হউক) তাহারা cহাক (রোগ হইতে) মুক করিতে বা আশ্রয় দিতে পারে না, সেও তাহাদিগকে স্পা কলিতে বা আশ্রয় দিতে সমর্থ হয় না। ১প্রত্যককে (নির সুখ) দুধ (নিই) ভােগ করিতে হয় ইং তানিয়া রােগে পৰিতে ন্দে করিব না)। এই (সংসারে) অনুশণর শধ্য কেহ কেহ (বিষণ কৰিবার ইচ্ছায) বিশাপ করিয়া থাকে। অল্প বা প্রচুর যে পরিমিত (ভােগ্য বস্তু থাকুক না কেন ভােগ করিবার জন্য মনুষ্য কামনােবাক্যে তাহাতেই শাসিত হয়। ভােণবিশিষ্ট বস্তু সঞ্চিত হইয়া কালক্রমে প্রচুর পরিমাণ বর্ষিত হয়। কিন্তু সেই ভােগ্য বস্তু হয়ত কখনও দায়াদো। ভাণ কবিয়া লয়, কখনও বা চোৰ চুৰি করিয়া লইয়া যায় অথবা রাজ।

Loading...

Page Navigation
1 ... 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80