Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 70
________________ fখ ? আঃীয়া 14 এই অবস্থায় যদি ইন্দ্রিয়সহ শিথিল হইযা যায় তথাপি তিনি চিত্তেৰ স্থৈর্য রাখিবেন। যিনি {ত্যুর স ক হইতে) বিচলিত ন ম এক স্থিবাচত হন তিনি (শাৰীৰিক হিয়া করিশেও নিন্দিত হন না। 15 তিনি শরীরেব ক্লান্তি দুর করিবার জন্য নিদিষ্ট স্থানে) পদচাপ। কবিবো বা হস্তপদাদি সঙ্কুচিত ও প্রসাবিত কৰিব। (সামর্থ্য থাকিলে) অচত বস্তুব (ন্যায় স্থির থাকিবেন। | 16 তিনি (শানাবস্থায) ক্লান্তিবােধ কৰিলে ভ্রম করিবেন "থবা গাত্র সঙ্কুচিত করিয়া উপবেশন কবিকেন। বসিয়া বসিয়া ক্লান্ত হইলে অবশষ শয়ন করিবেন। 17 এই আনসাধাৰণ মৃত্যুবণেচ্ছ মুনি ইলিয়সমুহকে যশ রাখিবন। (শারীরিক শক্তিবশত ঠেস দিবার জন্য কাঠের প্রয়ােজন হইশে ঘুণ ও উধবঃ কাষ্ঠ ত্যাগ করিয়া নিছিদ্র ও কীটাদিন্নহিত কাঠ অথেষণ করিবেন। 18 পাপ হয একপ কোন কার্য করিবেন , পাপাচবণ হইতে বিরত হইযা আত্মার উ কর্ষ সাধন করিবেন এব কষ্ট কষ্য কৰিবন। | 19 এই {পাদপােপগমন নামক অন্য প্রকারের মৃত্যুৰ নিযম পূৰ্বান দুই যুব নিয়ম হইতে) প্রশস্তব। যিনি এই নিয়মেৰ দ্বারা মৃত্যুবরণ কবিকে তিনি শারীবিক নানাপ্রকার কষ্ট প্রাপ্ত হইলেও স্থান ত্যাগ করিস না (পান অর্থাৎ বৃবে ন্যায় সম্পূর্ণরূপে স্থিৰ থাকিবেন)। 2 পূর্বোক্ত দুই প্রকারের মৃত্যুবরণ নিয়ম অপে"। এই মৃত্যুর নিয়ম শ্রেষ্ঠ। (এই প্রকার মৃত্যুবরণে) সাধু পূর্ববৎ নিখ ভূমি অরে কবি। সেইস্থানে অবস্থান কবিবেন এব যথাবিধি অত্যুকে বরণ করিবেন। 21 তিনি কটাদিহিত স্থান প্রাপ্ত হইয়া সেই স্থানে অবস্থান করিবে -মামাৰ শৰীয়েব দুধ কষ্ট কিছুই নাই—মন করিয়া শরীর উৎসর্গ করিবেন। 22 শীরত্যাগ করিতে ইচ্ছুক সেই প্রাবনি ভিকু-মতদিন চা থাকিব দুখ কষ্ট আসিবেই মনে করিয়া বো সত্য করিবেন। 20 অনিভােগ্যবস্তু প্রচুরতর হইলেও ভিহাতে আসক্ত হই মা ওব, মুক্তিকে ধ্রুব মনে করিয়া ইচ্ছারূপী লােভর বশীভূত হইবেন না। 24 কে? (দেবতাদি) দীর্ঘকালস্থায়ী ভােগ্যবস্তুকে ভােগ করিবার।

Loading...

Page Navigation
1 ... 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80