Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 75
________________ উ / / 110} উপধান শ্রুত দ্বিতীয উদ্দেশক 1 (অসুস্বামী সুধর্মস্বামীকে জিজ্ঞাসা কবিলেন হে আৰ্য।) সংযমধর্ম পালন করিবাৰ সময বাস করিবার জন্য অথবা বিশ্রাম কবিবার কোন না কোন স্থল শস্থান কবি হয। অতএব সেই মহাবীব কোন স্থানে বাস করিয়াছিলেন বা কিরূপ স্থলে উপবেশন কবিয়াছিলেন তাহা বলুন। 2 (হে আর্য জন্তু) ভগবান্ কখনও শুগৃহ, সভাগৃহে, জলসত্রে অথবা পণ্যশালায় থাকিতেন, কখনও বা কর্মকারগৃহে অথবা বিচালিস্তুপের মঞ্চের নীচে অবস্থান করিতেন। 3 কখনও বা তিনি ধর্মশালায়, উদ্যানে, গৃহে, নগরে, শশানে, পরিত্যক্ত গৃহে অথবা বৃক্ষমূলে অবস্থান কবিতেন। 4 সেই শ্ৰমণ মুনি প্রায় প্রয়ােদশ বর্ষ এইরূপ অতিবাহিত করিলেন। সেই সময়ে তিনি দিবারাত্রি সংযমপালনে রত থাকিযা, অপ্রমত্তভাবে এব / সমাহিতচিত্তে ধান করিলেন। 5 ভগবান্ স যম গ্রহণ করিবাব পব কখনও প্রমাদবশ নিদ্রিত হইতেন , (নিদ্রা আসিল) নিজাক জাগরিত করিতেন, কখনও বা অল্প নিদ্রিত হইডেন কিন্তু ইচ্ছাপূর্বক নিদ্রিত হইতেন না। 6 ( নিদ্ৰা আসিলে ভগবান তাহাকে প্রমাদবৃদ্ধি কাবণ মন কবিয়া উঠিয়া বসিতেন , কখনও বা রাত্রে বাহিবে নিষ্ক্রান্ত হইয়া মুহুত মাত্র ভ্রমণ করিতেন। 7 সেই সকল আশ্রয়স্থল ভগবানকে নানাপ্রকার ভীষণ সঙ্কটে সম্মুখীন হইতে হইয়াছিল। সেই সকল স্থানে সর্পদি ও শকুনি প্রভৃতি পক্ষীবা উপদ্রব কবিত। 8 কখনও রাত্রির মনুষগণ তাহাকে বিরক্ত করিত, কখনও বা গ্রামবক্ষকগণ শস্ত্রহস্তে আসিয়া তাহার প্রতি অত্যাচার করিত। কখনও বা কামাসক্ত স্ত্রী অথবা পুরুষ তাহাকে একাকী জানিয়া বিবক্ত করি। | 9 তিনি মনুষ্যাদি প্রদত্ত নানাপ্রকার ভীষণ কষ্ট ও দৈব কষ্ট, অনুকূল ও প্রতিকুল গন্ধ এব নানাপ্রকার শব্দ সহ করিয়াছিলেন)। 10 সদা সযত তিনি নানাপ্রকার দুখ সহ্য করিয়াছিলেন। সেই মিতভাষী ব্রাহ্মণ রাগকে অভিভূত করিযা ভ্রমণ করিতেন।

Loading...

Page Navigation
1 ... 73 74 75 76 77 78 79 80