Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 77
________________ উ অঃ 13 উপবান শ্রুত 19 দেশের অধিবাসিবা তাহার প্রতি অত্যাচাৰ কবিত। সেখানে তিনি রুক্ষ, শুষ্ক ও অল্প পরিমিত ভিক্ষা প্রাপ্ত হইতেন, কুবো এহাকে দশন কবিত ও তাহার উপর পতিত হইত। 4 কুকুরেবা তাহাকে দংশন করিতে আসিলে অল্পস খ্যব মনুষ্যই তাহা দিশকে তাড়াইয়া দিত। কেহ কেহ বা তাহাকে দ শন করিবার জন্য–ছকছুকশাক কুকুর লেলাইয৷ দিত। 5 এইপ জনপদে তিনি বহুবাব (ভ্ৰমণ কৰিছিলনবভূবি অধিবাসীরা রুক্ষ আর কতি (বলিযা নিষ্ঠুব প্ৰকৃবি ছিল)। সেই প্রদেশে অন্য শ্ৰমণগণ (কুতুবদ,শনের ভায) লাঠি অথবা নান্দিকা লইয়া ভ্রমণ কবিতেন। | 6 এৎসাও কুকুররা সেই শ্ৰমণগণক দ শন করিত এব, মিডিয়া খাইত। সেই বাটদেশি ভাগ করা দুষ্কর কার্য ছিল। 7 সেই অনগাৰ ভগবান্ প্রাণিহিংসা এব শরীবের মমত্ব পবিত্যাগ কবিযা গ্রামবাসীব কটকাঘাত অর্থাৎ অত্যাচার প্রসন্নচিত্তে সহ্য কনিতেন। 8 ভগবান্ মহাবীব স গ্রাবে পুবাভাগে স্থিত হস্ত্রীর বায ( সমস্ত দু খ কাব উপর) জয়লাভ করিয়াছিলেন। সেই রাঢ়াদশ গ্রামসমূহ দবে দূরে অব স্থি হওয়ায় তিনি রাত্রিতে বিশ্রাম করিবার জন্য গ্রামও প্রাপ্ত হইছেন না। 9 কখনও বা নিস্পৃহ ভগবান গ্রামব নিকট পৌছিতে পৌছিতে গ্রামবাসী গ্রাম হইতে বাহির হইয়া তাহাকে প্রহাব কবিত এব’ গ্রাম হইতে বাহির হইতে বলিত। 10 কখনও বা তাহাবা দণ্ডর দ্বারা, মুষ্টির দ্বারা অথবা বল্লমের দ্বারা তাহাকে আঘাত করিত, কখনও বা লােষ্ট ও মৃত ব্যক্তির অথবা কলসের কপাল তাহার উপর নিক্ষেপ কবিত। অনেকে আবার তাহাকে প্ৰহাৰ করিতে করিতে চিৎকার করিত। | 11 কখনও বা তাহারা তাহাকে মাটিতে ফেলিয়া তাহার মাস কাটিয়া লই, কখনও বা তাহাব বেশ উৎপাটন কবিয়া কষ্ট দিত অথবা তাহার উপর ধুলি নিক্ষেপ করিত। 12 কখনও বা তাহারা এঁহাকে উপবি তুলিয়া ভূমিতে নিক্ষেপ করিত, কখনও বা আসন হইতে টানিযা কেলিত। শরীরের প্রডি মমত্বরহিত ও বিগতস্পৃহ ভগবান্ বিনম্রভাবে সমস্ত বাধা বিপত্তি ও দুখ সহ্য কবিয়াছিলেন। 13 সংগ্রামেব পুভাগে অবস্থিত বর্মাবগাত্র বীর যেরূপ অন্ত্রাঘাত

Loading...

Page Navigation
1 ... 75 76 77 78 79 80