Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 69
________________ | 1 86 13 ] বিমােন্স 6 পণ্ডিত ব্যক্তিৰ অাশা পান কৰিবার সাযে যদি কোন বােগ উৎপন্ন হয় এব, চিত্তচাঞ্চ উপস্থিত হয়, তবে তিনি স্বীয় জীবনে শঙ্গলে অন্য রােগের প্রতিকার কবিবন। পাব চিত্ত স্থির হইলে পুনবায শীঘ্রই অনশন পালন করিতে আবস্তু কবিবেন। | ও সাধু (অনশনত্ৰৰে শেষে মৃত্যুর সময় উপস্থিত হইয়াছে বুঝিতে পাবিয়া) গ্রামে বা অবণ্যে শুদ্ধ ও কীটাদিবহিত ভুমি অন্বেষণ কবি সেখানে তৃণ প্রসারিত করিবেন। 8 তিনি অনাহাবে সেই দৃণের উপব শন কৰিবন এব কষ্ট প্রাপ্ত হইলেও তাহা সহ্য করিবেন। মনুষ্যাদির দ্বাৰা বাধা প্রাপ্ত হইলও প্রতিজ্ঞা ভঙ্গ কৰিবেন না। 9 পশুপী ও সৰীসৃপ হাৰ মাস ভণ কৰিাল বা শােণিতপান কবিলেও তিনি তাহাদিগকে হত্যা করিবেন না বা (গ'কে) প্রমার্জিত কবিবন না। 10 িিন তাহাদের দ্বাৰা শাৰীৰিক কষ্ট প্রাপ্ত হইলেও সেই স্থান ত্যা। কবিবেন না। আশ্রব (কমবন্ধনেব হেতু হিংসাদিকে) Cাগ কৰায তিনি অানদের সহিত এই সমস্ত কষ্ট সহ্য করিবেন। 11 তিনি সমস্ত বন্ধন হইতে মুক্ত হইযা অাযু সাপ্ত করিবেন। সমী ও শাস্ত্রজ্ঞ মুনিব জস পূর্বোক্ত মৃত্যু অপেক্ষা উৎকৃষ্টতর ( ইতিমরা নামক অপর একটি অব নিযম বর্ণনা কবিব)। | 12 পুত্র মহাবীর এই অপৰ ইঙ্গিমবণের কথা বলিয়াছেন। এই মৃত্যুবরণকারী মুনি স্বীয় শাৰীৰিক ক্রিয়া ব্যতীত অন্য ত্রিবিধ প্রকাবেব ত্রিবিধ ত্রি যা পবিত্যাগ করিবেন। | 13 তিনি তৃণাচ্ছাদিত ভূমিতে শয়ন করিবেন না, শুষ্ক ও কটাবিহিত ভূমিত শয়ন করিবেন। সমস্ত স্বাচ্ছন্দ্য ও আহাৰ 'ভাগ করিয়া দুখ কষ্ট সহ কবিবন। - - - - - খ য়া কন এক 2 বিবিধ জিয়াকারীকে সমৰ ফ' / কায়িক বাচিক এ মানসিক ফি ক এই ধারে নট ক্রিয়ার প্রাপ্ত।

Loading...

Page Navigation
1 ... 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80