Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 31
________________ 25 শতােষ্ণীয় করে, সে চাশনীকে জার দ্বাবা পূর্ণ করিতে চায়। ইচ্ছাকৃতির জন্য পর প্রাণীক বধ করিত, সন্তাপ দিতে অথবা স্বীয় আয়ত্তে আনিতে হয়। ইহার জন্য সমস্ত নপকেও ধ স করিতে, সাপ দিতে অথবা স্বীয় আয়ত্তে আনিত হয়। 3 / কেহ কেহ এই সমস্ত ভােগ্য বস্তু প্রাপ্ত হইয়া তাহাকে পরিত্যাগ করিয়া সংযম গ্রহণ করিয়াছেন। অতএব নী পুরুষ তােণা বন্ধুকে নি সার ছানিয়া বিষধ সেবন করিবেন না। হে ব্রাহ্মণ। দেবতারাও জন্ম মৃত্যুর বশীভূত, ই জানিয়া সংযম পালন কর। (জ্ঞানী) হিসা করেন না, হিসা করান না, এবং যে বিসা করে,তাহাকে সমর্থনও করেন না। (তুমি) তৃষ্ণামুক্ত হও, স্ত্রীর প্রতি মমত্ব কবিও না, উচ্চর্শী হও এব, পাপ কার্য হইতে বিরত হও। বীরপুরুষ ক্রোধ ও অভিমানকে জয় করেন। দেখ লােভই মহান নরকের কারণ, অব বীর পুরুষ হিসাত্মক কার্য হইতে বিরত হন। (তুমি) মুক্তিপথগামী হইযা শশাকের উচ্ছেদ কর। হে ধীর। গ্রন্থি (ক্রোধাদি) এব স সারপ্রবাহের স্বরূপ অবগত হইয়া ইন্দ্রিয় দমন করত স যম পালন কর, মনুষ্যজীবন প্রাপ্ত হইয়া প্রাণীর প্রাণ হরণ করিও না—ইহাই আমি বলিতেছি। তৃতীয় উদ্দেশ্য 1 / হে আর্য। এই স সারে ব্যােগ উপস্থিত হইয়াছে জানিয়া (মাদ করিও না এব) অপর প্রাণীকে আত্মতুল্য দেখ, অতএব কাহাকেও হত্যা করিও হত্যা করাইও না। পরস্পরের ভয়ে অথবা সাবশত পাপাচরণ না করিলেই কি মুনি হওয়া যায়। যিনি (সমস্ত প্রাণীর প্রতি সমভাব পােষণ ফরন এব আমাকে নির্মল করেন (তিনিই যথার্থ মুনি)। ১ানী পূহ সংযমকে শ্রেষ্ঠ বলিয়া কানন এব কখনও প্রমাণ করেন সংশতা সেই বীর পুরুষ সম পালনের অন্ত (নিতাহারের দ্বারা শরীর রক্ষা করিয়া থাকেন। 2 / (হে আর্য ) বংশ ক্ষুদ্র সস্তকার সুপাদি বিষয়াগে কিন্তু ও। যিনি সংসারে নামার স্বপ জ্ঞাত হইয়া রাগদ্বেষ কতৃক স্পষ্ট -ন না, তিনি ছিন্ন হন না, িহন না, হন না বা নিই হন না।

Loading...

Page Navigation
1 ... 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80