________________ aaa ; তাহার সেরা সাহাব গমন, আগমন, শয়ন প্রভৃতি ব্যাপারে সাহায্য করিয়া তাহার সেবা। করিবে, হিব অতি নিকটে থাকিবে না, (গুরু কর্তৃক প্রের্ষিত হইলে প্রাণিহি সা না হয় তৎপ্রতি দৃষ্টি রাখিয়া গমন করিবে। 3 / ভিন্ন গমন, আগমন, স বোচন, প্রসারণ, উথান, উপবশন, প্রমার্জন প্রভৃতি যাবতীয় কার্য { ককর উপাদশানুসাবে) সযতভাবে কবি। , গুণান্বিত ভি (প্রমত্তভাবে) সমস্ত কার্য করিসে (অতসারে) তাহার - শরীবাদিক স্পর্শ যদি কোন প্রাণী নিহত হয় অথবা ব্যথা প্রাপ্ত হয় তবে এই ~~ ভাই কভাগ হইয়া সেই স্বল্প পাপ য় হইয়া যায়। (স, যমী পুরুষ পু যদি কোন কারণবশত জানপূর্বক হি সা করেন তবে হার বিষচনা- ic পূর্বক যথাযযাগ্য প্রায়শ্চিত্ত করা উচিত। বেদ পুরুষ অপ্রমত্তভাবে কত ! প্রায়শ্চিত্তেৰ গুণকীন করিয়াছেন। | 4 / বহুদর্শী, সংসারশ্বকাপের ডাতা, উপশান্ত, সম্যক আচরণকারী, শাহিত রত, নিতা স যত (মুণি স্ত্রী প্রভৃতিকে) দেখিয়া মনে মনে আ'লাচনা করেন যে—এই স্ত্রী আমার কি উপকার ) করিবে? এই ত স্ত্রীগণ মহাপ্রলােভনের বস্তু। মুনি ( তীর্থঙ্কর) এই উপদেশ দিয়াছে। 5 / (কোন মুনি যদি) কামবাসনার বশীভূত হইয়া পড়েন, তবে তিনি কক্ষ বস্তু আহার করিবেন অল্প পরিমিত আহাৰ করিবেন, ধ্যানে দণ্ডাযমি থাকিবেন, গ্রাম হইতে থামাবে গমন করিবে, অবশেযে আহবও পরিত্যাগ করিবেন কিন্তু স্ত্রীর প্রতি মান্তিক যাইতে দিবেন না। (ভােগে লিপ্ত হইলে) প্রথমে নানাপ্রকার কষ্ট সহ্য করতে হয়, পরে হয়ত সুখ প্রাপ্ত হয়। পূর্বে হয়ত সুখ প্রাপ্ত হয় কিন্তু পরে যাতনা ভােগ করিতে হয় (অর্থাৎ অন সময়ের জন্য সুখ প্রাপ্ত হইলেও অধিক সময় কষ্টই পাইতে হয়। এইরূপে এই বিষয়ভােগ কহের কারণ হইয়া থাকে। (স যমী পুকয} এই সস্ত বিবেচনা করিয়া এবং তাহার স্বরূপ ছাভাবে বুঝিয়া ভোগাসক্ত হইবেন না—ইহাই আমি বলিতেছি। (যমী ) নারীব কথা করিবেন না নারীর প্রতি দৃষ্টিপাত কবিবন না, তাহার সহিত এন্তে থাকিবেন না তাহার প্রতি শমত্ব রাধিবন না। তাহার চিষ্ট আকর্ষণ করিবার জন্য সাজসজ্জা করিবেন না, স যতবাক্ হইবেন,