Book Title: Acharang Sutra
Author(s): 
Publisher: 

View full book text
Previous | Next

Page 26
________________ { গ 2 অফারাহ যথাযথভাবে অবগত হন। মনস্বী পুরুষ এই সমস্ত বিষয় ভাবগত হইয়া মুখনিঃসৃত লালাকে পুনরায় লেহন করিবেন না, ত্যক্ত ভেগে আস এব, নাকি উপার্জনে বিমুখ হবেন / স সরাসক্ত ও ক্রোধাদির বশ্যত মনুষ্য কি কর্তব্যবিমূঢ় হয এক শোভের বশীভূত হইয়া আত্মশই বৃদ্ধি কৰি থাকে। (হে শা } যমেব বৃদ্ধির জন্যই এই সাস্থ কথা পুনপুন বলিতেছি। অত্যন্ত ভােগাত্ত ব্যক্তি নিজেকে অমব নাম করে, পায় নিকে দুখস্ত দেখিয়া কিছু না বুঝিয। এ দনই কবিযা থাক। অতএব আমার বাবা শ্রদ্ধাপূর্বক বিবেচনা কর। | 6 / { কেহ কেহ কামনারূপ রােগে) বিঃ চিবি সকাপ নিরোক প্রচারিত করিযা ও প্রাণীর হনন, ছেদন ভেদ?, এস্থিচ্ছেদ, উচ্ছেদ ও উপদ্রবাঙ্গি করিয়া থাকে এব, অন্য ব্যক্তিৰ অসাধ্য কাৰ্য আমি করিব—এইরূপ অহঙ্কার করে। যাহাব (বাসনারূপ রোগেব। এই প্রকার চিকিৎসা করা হয় সেও মুখ, যে (বাসনারূপ রোগের) এইরূপ চিকিৎসা কৰে সেও মুগ। এইপ মূর্গদর স,সৰ্ণ কথার কোন প্রয়োজন নাই। পনগরের এইরূপ সংস করা অনুচিত ইহাই আমি বলিতেছি। মষ্ট উদ্দেশ 1 / সেই {শনগার। এই সমস্ত বিষয় অবগত হইযা এব, স মম পান উদ্যত হইয়া পয়’ পাপকার্য করিবেন না বা পাথর দ্বারা করাইনে মা। কোন ব্যক্তি (যটকাষ জীবের মধ্য একটি হিস্য করিবার ইচ্ছা করি৪ে কখনও হয়ত শান্ত জীবেরও হি সক হইয়া থাকে। সুখার্থী ও সুখের জন্য। { নানাপ্রকার হিসাক কার্যে) ই ব্যক্তি অত্যাবশত শত দুখের দ্বারা। ঠিত হইয়া বিপর্যস্ত হয় এ স্বত প্রমাদের দ্বারা দু খপ্রদ অবস্থার প্রাপ্ত / স সীরে প্রার্ণিমাকে ব্যথিত দেখা যায়। বিবেক ব্যক্তি। এই সমস্ত বিবেচনা করিয়া (অপরেব পীড়া উৎপন্ন হয়। এরূপ কার্য। কৰিবন না।ইহাই পরিঙা বশিয়া কথিত হয় / এইরূপ আচরণ করিলে কম। ক্ষয় হয়।

Loading...

Page Navigation
1 ... 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80